স্ত্রীকে ফাঁসাতে ছেলেকে অপহরণ করলেন যুবলীগ নেতা
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:০৯ পিএম
![স্ত্রীকে ফাঁসাতে ছেলেকে অপহরণ করলেন যুবলীগ নেতা](https://cdn.jugantor.com/assets/news_photos/2025/02/11/pic-(3)-67ab13e0422ad.jpg)
সুনামগঞ্জের ছাতকে স্ত্রীকে ফাঁসাতে গিয়ে ছেলে তাহসিন বক্সকে (১৩) অপহরণের অভিযোগ উঠেছে উপজেলা যুবলীগের সহ-সভাপতি দিলোয়ার মাহমুদ জুয়েল বক্সের বিরুদ্ধে।
সোমবার (১০ ফেব্রুয়ারি) শহরের ছাতক প্রেসক্লাব কার্যালয়ে জুয়েলের স্ত্রী শাহানা জাহান পলি এক সংবাদ সম্মেলন করে এ তথ্য জানিয়েছেন। এ সময় সাংবাদিকদের একটি লিখিত অভিযোগপত্র পড়ে শোনান তিনি।
পলি বলেন, ২০০৬ সালের ৫ অক্টোবর পারিবারিক সম্মতিতে জুয়েলের সঙ্গে বিয়ে হয় তার। তাদের সংসারে তাহসিন ছাড়া ফাহমিদ বক্স (১৬) ও ফাইরোজ বক্স (৭) নামে মোট তিন সন্তান রয়েছে। বিয়ের পর থেকেই পলিকে শারীরিক নির্যাতন করে যৌতুক দাবি করে আসছেন জুয়েল। সন্তানদের কথা চিন্তা করে বাবার বাড়ি থেকে সাধ্যমত সহযোগিতা করেন তিনি। এছাড়া পরকিয়া, মদ ও গাজা সেবনে আসক্ত হওয়ায় গ্রাম থেকে বের করে দেওয়া হয় জুয়েলকে।
পলি বলেন, ব্যবসা-বাণিজ্যের নামে আমার কাছে ৩ লাখ টাকা দাবি করেন জুয়েল। টাকা না দেওয়ার কথা বললে আমার ওপর শারিরীক নির্যাতন করে। পরে গত বছরের ২৬ নভেম্বর আমাকে ঘর থেকে বের করে দেয়। এরপর আমি বাবার বাড়িতে চলে আসি।
পরে বিষয়টি সমাধান না হওয়ায় জুয়েলকে তালাক দেই আমি। ওই বছরের ১০ ডিসেম্বর তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন মামলা দায়ের করলে ২৩ দিন কারা ভোগ করেন তিনি। জামিনে বের হওয়ার পর আমাকে সাজানো মামলায় ফাঁসানোর হুমকি দেন জুয়েল। সিলেটের বিমানবন্দর থানার মাধ্যমে জানতে পেরেছি, ছেলে তাহসিন বক্সকে অপহরণ করা হয়েছে। এ ঘটনায় আমাকে ও আমার পরিবারের লোকজনকে আসামি করে জুয়েল বক্স বাদী হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেছে।
পলি অভিযোগ করেন, ছেলেকে খোঁজাখোজি না করে নিজের কাছে লুকিয়ে রেখে আমাদের বিরুদ্ধে অপহরণ মামলা দায়ের করতে মরিয়া হয়ে উঠেছে জুয়েল। নিজের ও সন্তানদের নিরাপত্তায় প্রশাসনের সহযোগিতা কামনা করছেন পলি।