Logo
Logo
×

সারাদেশ

পদ্মার চরে যুবককে গুলি করে হত্যা

Icon

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:০৫ পিএম

পদ্মার চরে যুবককে গুলি করে হত্যা

কুষ্টিয়ার দৌলতপুরের পদ্মার চরে রাজু (১৮) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুবৃর্ত্তরা। 

সোমবার (১০ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার মরিচা ইউনিয়নের বৈরাগীরচর মন্ডলপাড়া ঘাটের নিচে পদ্মার চরে এ ঘটনা ঘটে। 

নিহত রাজু ওই ইউনিয়নের বৈরাগীরচর ভাঙ্গাপাড়ার ইব্রাহিম প্রামানিকের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার রাতে ঘাটের নীচে পদ্মার চরে রাজুকে গুলি করেছে অজ্ঞাতরা। গুলিবিদ্ধ রাজু চরের মাঠে পড়ে থাকার খবরে পরিবার ও স্বজনরা তাকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

পুলিশ বলছে, পদ্মার চরে অবৈধভাবে বালি উত্তোলনের সময় চাঁদা আদায়ের কারণে তাকে হত্যা করা হতে পারে। এছাড়া রাতের আধাঁরে মাদক পাচার নিয়ে তর্কাতর্কিতেও গুলির ঘটনা ঘটতে পারে।  

দৌলতপুর থানার ওসি মো. নাজমুল হুদা বলেন, পদ্মার চরে রাজু নামে এক যুবককে গুলি করা হয়েছে। মাদক সংক্রান্ত ঘটনাকে কেন্দ্র করে তাকে হত্যা করা হয়েছে কিনা তা ক্ষতিয়ে দেখা হচ্ছে। নিহতের মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম