Logo
Logo
×

সারাদেশ

হরিণাকুন্ডুতে দুপক্ষের সংঘর্ষে বিএনপিকর্মী নিহত

Icon

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১২:১৫ পিএম

হরিণাকুন্ডুতে দুপক্ষের সংঘর্ষে বিএনপিকর্মী নিহত

ঝিনাইদহের হরিণাকুণ্ডেু ধর্ম সভায় প্রধান অতিথি করা নিয়ে দুটি সামাজিক দলের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকালে উপজেলার হাকিমপুরে হওয়া এ সংঘর্ষে প্রাণ হারিয়েছেন মোশাররফ হোসেন (৪২) নামে এক বিএনপিকর্মী। আহত হয়েছেন দুপক্ষের অন্তত ১০ জন। এর মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।

নিহত ব্যক্তি ওই গ্রামের খবির মন্ডলের ছেলে। তিনি বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন বলে জানা গেছে। পাশাপাশি গ্রামের মসজিদ কমিটির সাধারণ সম্পাদক ছিলেন তিনি।

আহতেরা হলেন, মোশাররফের ভাই নাসির উদ্দীন, হানেফ আলী, আব্দুল খালেক, বিলাত আলীর ছেলে আরব আলী, আব্দুল খালেকের ছেলে রবিণ, আব্দুস সোবাহানের ছেলে কাওছার মন্ডল ও তার ভাই আব্দুল আলীম।  তাদের ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত বাকি চারজন অন্য হাসপাতালে ভর্তি রয়েছে। তাদের পরিচয় এ প্রতিবেদন লেখা পর্যন্ত জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার রাতে ধর্ম সভাকে কেন্দ্র করে মামা মহিনের সঙ্গে বাগবিতণ্ডা হয় মোশাররফের। এরপরে যে যার বাড়িতে চলে যান। মঙ্গলবার সকালে মহিনের বাড়ির পাশের কলা খেতে কাজ করতে যান মোশাররফের ভাই। এ সময় তাকে মারধর করে প্রতিপক্ষরা। বিষয়টি শুনে ঘটনাস্থলে যান মোশাররফ। এ সময় তাকে কুপিয়ে হত্যা করে মহিনের লোকেরা।

এ খবরে দুই সামাজিক দলের মধ্যে সংঘর্ষের শুরু হয়। এতে দুপক্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। ওই এলাকায় বর্তমানে চরম উত্তেজনা বিরাজ করছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

উভয় পক্ষের লোকজন বিএনপির সর্মথক বলে জানিয়েছেন গ্রামের মসজিদ কমিটির সভাপতি মিজানুর রহমান।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম