Logo
Logo
×

সারাদেশ

একই রশিতে ঝুলছিল স্বামী-স্ত্রীর লাশ

Icon

যুগান্তর প্রতিবেদন, ঢাকা উত্তর

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১০:১৫ এএম

একই রশিতে ঝুলছিল স্বামী-স্ত্রীর লাশ

প্রতীকী ছবি

সাভারের আশুলিয়া থেকে দম্পতির লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত সাড়ে ১২টার দিকে আশুলিয়ার জামগড়ার কাঁঠালতলা এলাকার আফাজ উদ্দিনের বাড়ি থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।  তবে এটা আত্মহত্যা নাকি খুন তা নিয়ে দেখা দিয়েছে ধোঁয়াশা।

নিহতরা হলেন- বরগুনা জেলার পাথরঘাটা থানার বড়ইতলা গ্রামের মোস্তফার ছেলে মো. শাওন ও একই উপজেলার জমাদ্দার বাড়ি গ্রামের শাহ আলম মাতব্বরের মেয়ে হাফিজা। তারা দুজনেই পোশাক কারখানায় কাজ করতেন বলে জানা গেছে।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, ওই এলাকার আফাজ উদ্দিনের বহুতল ভবনের পঞ্চমতলা থেকে ওই দুজনের লাশ উদ্ধার করা হয়। উদ্ধারের আগে দুজন একই রশিতে ঝুলছিল। তাদের পরিবারের সঙ্গে এখনও যোগযোগ করা যায়নি।

বাড়ির মালিক আফাজ উদ্দিন বলেন, ‘শাওন ও হাফিজা পাঁচ মাস আগে বাসা ভাড়া নেয়। তাদের মধ্যে পারিবারিক কলহ ছিল না। কিন্তু কী কারণে তারা আত্মহত্যা করেছে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। তাদের ঋণ ছিল কি না তাও জানা যায়নি।’

আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) জসিম উদ্দিন বলেন, ‘এটা আত্মহত্যা না হত্যা তা খতিয়ে দেখা হচ্ছে। এখানে তাদের কোনো আত্মীয়স্বজন নেই। যে কারণে তাদের ব্যাপারে কোনো তথ্য মেলেনি। তারা দুজনই ওই বাসায় ভাড়া থাকতেন। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। ময়না তদন্তের জন্য লাশ দুটি মর্গে পাঠানো হয়েছে।’

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম