Logo
Logo
×

সারাদেশ

ডেভিল হান্টে আ.লীগের ৭ নেতাকর্মী গ্রেফতার

Icon

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৫, ০১:২৮ এএম

ডেভিল হান্টে আ.লীগের ৭ নেতাকর্মী গ্রেফতার

মানিকগঞ্জের সিংগাইরে অপারেশন ডেভিল হান্টের অভিযানে আওয়ামী লীগের ৭ নেতাকর্মীকে গ্রেফতার করেছে সিংগাইর থানা পুলিশ।


রোববার (৯ ফেব্রুয়ারি) দিবাগত রাতে তাদের গ্রেফতার করা হয়। ঢাকা জেলার সাভারের বিভিন্ন এলাকায় রাতভর অভিযান পরিচালনা করে সাভার থানা পুলিশের সহায়তায় সিংগাইর থানা পুলিশ।

 

গ্রেফতাররা হলেন- উপজেলার ধল্লা ইউনিয়নের ধল্লা মধ্যেপাড়া গ্রামের বিল্লাল হাজীর ছেলে উপজেলা যুবলীগের সাবেক সদস্য আব্দুস সামাদ, জার্মিত্তা ইউনিয়নের বকচর গ্রামের হাসেম আলীর ছেলে উপজেলা যুবলীগের সাবেক দপ্তর সম্পাদক আমজাদ হোসেন, চান্দহর ইউনিয়নের ওয়াইজনগর গ্রামের আব্দুর রশিদের ছেলে ইউনিয়ন যুবলীগের সভাপতি হাবিবুর রহমান শিবলী, জার্মিত্তা ইউনিয়নের রামচন্দ্রপুর দারিয়ারপাড়া গ্রামের নুরুল ইসলামের ছেলে ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও ইউপি সদস্য রিয়াদ হোসেন, জার্মিত্তা ইউনিয়নের আলীনগর গ্রামে নুরুল ইসলামের ছেলে ইউনিয়ন আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম, জার্মিত্তা ইউনিয়নের রাজনগর গ্রামের নাজিমুদ্দিনের ছেলে ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক ও দলিল লিখক নজরুল ইসলাম শাজাহান ও চারিগ্রাম ইউনিয়নের দাশেরহাটি গ্রামের ফরমান আলীর ছেলে ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি মজনু মিয়া।

 

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল ইসলাম জাহাঙ্গীর বলেন, গ্রেফতার নেতাকর্মীদের আদালতে পাঠানো হয়েছে।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম