Logo
Logo
×

সারাদেশ

সেনবাগে যুবলীগ নেতা অ্যাডভোকেট দিদার গ্রেফতার

Icon

সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৫৭ পিএম

সেনবাগে যুবলীগ নেতা অ্যাডভোকেট দিদার গ্রেফতার

নোয়াখালী জেলা যুবলীগের সহ-সভাপতি ও সেনবাগ উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট দিদারুল ইসলাম দিদারকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার দুপুরে সেনবাগ থানা পুলিশের একটি দল নোয়াখালী জজকোর্ট এলাকা থেকে তাকে গ্রেফতার করে। পরে বিকালে তাকে বিশেষ পুলিশি পাহারায় সেনবাগ থানায় নিয়ে আসে।

অনলাইনভিত্তিক রাষ্ট্রবিরোধী বিভিন্ন অভিযোগের ভিত্তিতে তাকে প্রাথমিকভাবে ৫৪ ধারায় গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ জানায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সেনবাগ থানার ওসি এসএম মিজানুর রহমান সোমবার বিকালে বলেন, দিদারুল ইসলাম দিদার নামের শিক্ষানবিশ এই অ্যাডভোকেট জেলা যুবলীগের সহ-সভাপতি এবং সেনবাগ থানা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য। অনলাইনভিত্তিক রাষ্ট্রবিরোধী বিভিন্ন অভিযোগের ভিত্তিতে তাকে প্রাথমিকভাবে ৫৪ ধারায় গ্রেফতার করা হয়েছে। তাছাড়া তার বিরুদ্ধে সেনবাগ থানায় একাধিক রাজনৈতিক মামলা রয়েছে। মঙ্গলবার নোয়াখালীর বিচারিক আদালতের পাঠানো হবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম