Logo
Logo
×

সারাদেশ

ভুরুঙ্গামারী সীমান্তে বিএসএফের সিসি ক্যামেরা স্থাপন, বিজিবির প্রতিবাদ

Icon

ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৫৫ পিএম

ভুরুঙ্গামারী সীমান্তে বিএসএফের সিসি ক্যামেরা স্থাপন, বিজিবির প্রতিবাদ

কুড়িগ্রামের দক্ষিণ বাঁশজানী সীমান্তে  শূন্যরেখায় গভীর রাতে সিসি ক্যামেরা স্থাপন করেছে ভারতীয় বিএসএফ। এ ঘটনায় কড়া প্রতিবাদ জানিয়েছে বিজিবি। 

রোববার গভীর রাতে ছোট গাড়ল ঝড়া ক্যাম্পের ভারতীয় বিএসএফ সদস্যরা ভুরুঙ্গামারী উপজেলার পাথরডুবী ইউনিয়নের দক্ষিণ বাঁশজানি সীমান্তের আন্তর্জিাতীক সীমানা পিলার ৯ এসএর ৯৭৮ নম্বর সীমানা পিলারের পাশে শূণ্য রেখায় একটি ইউক্লিপটাস গাছে একটি সিসি ক্যামেরা স্থাপন করে। 

সোমবার ভোরে ফজরের নামাজ আদায় করে স্থানীয় মুসল্লিরা দেখতে পান বাংলাদেশের দিকে তাক করে একটি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। বিষয়টি বিজিবিকে জানালে বিজিবি বিএসএফকে ডেকে প্রায় টানা দেড় ঘণ্টা আলোচনা করে এর কড়া প্রতিবাদ জানান এবং সিসি ক্যামেরা দ্রুত অপসারণ করতে বলেন। 

এ নিয়ে বিজিবি-বিএসএফের একাধিক আলোচনা হলেও সন্ধ্যা পর্যন্ত ক্যামেরা খুলে নিয়ে যায়নি বিএসএফ।

স্থানীয়রা জানান, দক্ষিণ বাঁশজানি ঝাকুয়াটারী সীমান্তে স্থাপিত ২শ বছরের পুরাতন আলোচিত দুই দেশের মসজিদটি পুন:নির্মাণ চলছে। এই মসজিদকে ঘিরে বিএসএফ মসজিদের সন্নিকটে রাতের আঁধারে সিসি ক্যামেরা স্থাপন করেছে। যেটি আমাদের নিরাপত্তার সংকট সৃষ্টি করেছে।

দক্ষিণ বাঁশজানি ঝাকুয়াটারী জামে মসজিদের সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক কফিলুর রহমান জানান, আমাদের এই মসজিদটিতে ভারত-বাংলাদেশের মানুষ এক সঙ্গে জামাতে নামাজ আদায় করেন। মসজিদটি আমাদের পূর্বপুরুষ স্থাপন করেছেন। দেশভাগের সময় গ্রামের মাঝ দিয়ে সীমান্ত রেখা টানা হলেও আমাদের সম্পর্ক ভাগ হয়নি। তখন থেকে আমরা একসঙ্গে একই মসজিদে নামাজ পড়ি। মসজিদটি পুরাতন হয়ে গেলেও নতুন করে স্থাপনের উদ্যোগ নেওয়া হয়। এতে বিএসএফ দফায় দফায় বাঁধা দেয়। তাদের বাঁধার মুখে দুই বছর বছর থেকে মসজিদের কাজ বন্ধ রয়েছে। এবার রাতের আধাঁরে তারা সিসি ক্যামেরা লাগিয়ে গেছে। এতে আমাদের মাঝে নিরাপত্তাহীনতা ও আতঙ্ক বিরাজ করছে। 

কুড়িগ্রাম ২২ বিজিবির পরিচালক লে. কর্নেল মাসুদুর রহমান জানান, শূণ্য রেখায় সিসি ক্যামেরা স্থাপনের বিষয়ে বিএসএফকে তাৎক্ষণিক প্রতিবাদ জানানো হয়েছে। এ নিয়ে তাদের সঙ্গে  আলোচনা হয়েছে, তারা ক্যামেরা অপসারণের আশ্বাস দিয়েছেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম