Logo
Logo
×

সারাদেশ

আখাউড়ায় ৩ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

Icon

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৫২ পিএম

আখাউড়ায় ৩ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় প্রায় ৩ কোটি টাকার ভারতীয় শাড়ি ও থ্রিপিস জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত শাড়ি ও থ্রি-পিস আখাউড়া কাস্টমসে জমা দিয়েছে বিজিবি কর্তৃপক্ষ।

সোমবার সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ফকিরমোড়া বিওপি ক্যাম্পের টহল দল গোপন সংবাদের ভিত্তিতে রোববার দিবাগত রাতে আখাউড়া পৌরশহরের মালদারপাড়া এলাকায় অভিযান চালিয়ে দুই হাজার ২১ পিস ভারতীয় শাড়ি ও ৩৬৬ পিস থ্রি-পিস আটক করে; যার আনুমানিক মূল্য দুই কোটি ৮১ লাখ ৯৮ হাজার ৫০০ টাকা।

বিজিবি ২৫ সরাইল ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল ফারাহ মোহাম্মদ ইমতিয়াজ জানান, সীমান্তে চোরাচালান বন্ধে বিজিবি সর্বদা সতর্ক অবস্থায় রয়েছে। সীমান্ত অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানিয়েছেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম