Logo
Logo
×

সারাদেশ

বগুড়ায় আবাসিক হোটেল থেকে ৯ নারীসহ গ্রেফতার ১৬

Icon

বগুড়া ব্যুরো

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৫১ পিএম

বগুড়ায় আবাসিক হোটেল থেকে ৯ নারীসহ গ্রেফতার ১৬

বগুড়ায় আবাসিক হোটেলে অনৈতিক কাজে লিপ্ত থাকার অভিযোগে নয়জন নারীসহ ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে। ডিবি পুলিশের একটি দল রোববার মধ্যরাতে শহরতলির মাটিডালি এলাকায় হোটেল ড্রিম প্যালেস থেকে তাদের গ্রেফতার করে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বগুড়া সদরের মাটিডালি এলাকায় হোটেল ড্রিম প্যালেসে দীর্ঘদিন ধরে অনৈতিক কর্মকাণ্ড চলে আসছে। দেশের বিভিন্ন স্থান থেকে নারী সংগ্রহ করে এখানে দেহ ব্যবসা করানো হয়ে থাকে। ডিবি পুলিশ গোপনে খবর পেয়ে রোববার রাত ১২টার দিকে ওই আবাসিক হোটেলে অভিযান চালায়। সেখানে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে নয়জন নারী ও সাতজন খদ্দেরকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

এদের বাড়ি বগুড়া, খুলনার বাগেরহাট, নওগাঁ, চাঁদপুর, গাজীপুর, নেত্রকোনা, শরীয়তপুর, দিনাজপুর, গাইবান্ধা, চট্টগ্রাম, কুমিল্লা ও সিলেটে। পরে তাদের বগুড়া সদর থানায় সোপর্দ করা হয়।

ডিবি পুলিশের ইন্সপেক্টর রাকিব হোসেন জানান, মামলা দায়েরের পর গ্রেফতার সবাইকে সোমবার আদালতে পাঠানো হয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম