Logo
Logo
×

সারাদেশ

বর্তমানে ইসলামের পক্ষের সুন্দর পরিবেশ: চরমোনাই পির

Icon

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৪৯ পিএম

বর্তমানে ইসলামের পক্ষের সুন্দর পরিবেশ: চরমোনাই পির

চরমোনাই পির ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি রেজাউল করীম বলেছেন, সাম্য, সামাজিক ন্যায়বিচার, সামাজিক মর্যাদা ১৯৭১ সালের স্বাধীনতার ৫৩ বছরে যত সরকার এসেছে তাদের মধ্যে এই তিনটি জিনিস দেখতে পাইনি। আল্লাহ রব্বুল আলামিন বলেছেন যে, জাতি নিজের ভাগ্যের পরিবর্তন না করে আমি ওই জাতির ভাগ্যের পরিবর্তন করি না। এখন আপনারা দেখছেন জুলাই এবং ৫ আগস্টের পর বাংলাদেশের মধ্যে যে সুন্দর পরিবেশটা দেখছেন সেটা হলো ইসলামের পক্ষের পরিবেশ। বিএনপি আলোচনা করে অন্যান্য রাজনৈতিক দল আলোচনা করে আমি বলব বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দল দেশ পরিচালনা করছে। 

কলাপাড়া উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় বড় মসজিদ মাঠে আয়োজিত বিশাল সমাবেশে চরমোনাইর পির এসব কথা বলেন। 

ইসলামী আন্দোলন বাংলাদেশ কলাপাড়া শাখার সভাপতি মুফতি মো. হাবিবুর রহমান হাওলাদার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। 

অন্যদের মধ্যে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মুহাম্মদ মাহাবুবুর রহমান, সংখ্যালঘু সম্প্রদায়ের পক্ষে চাকামইয়া ইউনিয়নের সদস্য তপন ভক্ত প্রমুখ।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম