ধোবাউড়ায় যুগান্তরের রজতজয়ন্তী উদযাপন

ধোবাউড়া (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৪৮ পিএম

‘নতুন পানিতে সফর এবার’ স্লোগানে দৈনিক যুগান্তরের রজতজয়ন্তী উদযাপন করা হয়েছে। স্বজন সমাবেশের আয়োজনে সোমবার বিকালে ধোবাউড়া প্রেস ক্লাবে কেক কেটে যুগান্তরের রজতজয়ন্তী উদযাপন করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য সাবেক চেয়ারম্যান আনিছুর রহমান মানিক।
এ সময় উপস্থিত ছিলেন- যুগান্তর প্রতিনিধি ধোবাউড়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবুল হাশেম, প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মতিলাল সরকার, দৈনিক আমাদের সময় প্রতিনিধি ফজলুল হক, ইত্তেফাক প্রতিনিধি শাহীনুজ্জামান প্রিন্স, দৈনিক সংবাদের প্রতিনিধি শাসসুল হক মৃধা, দৈনিক আমার দেশ প্রতিনিধি কামরুল ইসলাম আমির, কালবেলা, প্রতিনিধি উমরআলী, মানবজমিন প্রতিনিধি আনিসুর রহমান, প্রতিদিনের সংবাদ প্রতিনিধি আকিকুল ইসলাম।