Logo
Logo
×

সারাদেশ

প্রবাসীর স্ত্রীর চাঁদাবাজির মামলায় ছাত্রদল নেতা গ্রেফতার

Icon

বগুড়া ব্যুরো

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৪৭ পিএম

প্রবাসীর স্ত্রীর চাঁদাবাজির মামলায় ছাত্রদল নেতা গ্রেফতার

বগুড়ার ধুনটে এক প্রবাসীর স্ত্রীর চাঁদাবাজি মামলায় আল আমিন সরকার (২৭) নামে এক ছাত্রদল নেতাকে গ্রেফতার করা হয়েছে। সেনা সদস্যরা রোববার রাতে তাকে উপজেলার সোনাহাটা বাজার এলাকা থেকে গ্রেফতার করে ধুনট থানায় সোপর্দ করেন।

দলীয় সূত্র জানায়, গ্রেফতার আল আমিন সরকার বগুড়ার ধুনট উপজেলার নিমগাছী ইউনিয়নের উত্তর নান্দিয়ারপাড়া গ্রামের আবদুস সামাদের ছেলে। তিনি নিমগাছী ইউনিয়ন ছাত্রদলের সম্ভাব্য সভাপতি প্রার্থী।

মামলা সূত্র ও পুলিশ জানায়, আল আমিন সরকার গত ২৯ জানুয়ারি সোনাহাটা বাজার এলাকার দুবাই প্রবাসী রফিকুল ইসলামের বাড়িতে যান। তিনি ও তার সহযোগী প্রবাসীর অষ্টম শ্রেণিতে পড়ুয়া মেয়ের নামে মিথ্যা অপবাদ দিয়ে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দেওয়ায় তারা প্রবাসীর স্ত্রী আয়েশা খাতুন ও তার মেয়েকে মারপিট ও ঘরের আবসাবপত্র ভাঙচুর করেন।

এ ব্যাপারে প্রবাসীর স্ত্রী আয়েশা খাতুন রোববার ছাত্রদল নেতা আল আমিন সরকারসহ তিনজনের বিরুদ্ধে ধুনট থানায় মামলা করেন। এছাড়া তিনি সেনাবাহিনীর কাছে অভিযোগ করেন। সেনা সদস্যরা রোববার রাতে সোনাহাটা বাজার এলাকা থেকে আল আমিনকে গ্রেফতার করেন। পরে তাকে ধুনট থানায় সোপর্দ করা হয়।

ধুনট থানার ওসি সাইদুল আলম জানান, সোমবার তাকে আদালতের মাধ্যমে বগুড়া জেলহাজতে পাঠানো হয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম