Logo
Logo
×

সারাদেশ

অপারেশন ডেভিল হান্ট: যশোরে আ.লীগের ১৫ নেতাকর্মী গ্রেফতার

Icon

যশোর ব্যুরো

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৪১ পিএম

অপারেশন ডেভিল হান্ট: যশোরে আ.লীগের ১৫ নেতাকর্মী গ্রেফতার

যশোরে অপারেশন ডেভিল হান্টে আওয়ামী লীগের ১৫ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। রোববার গভীর রাত থেকে সোমবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। দুপুরে আদালতে সোপর্দ করলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গ্রেফতারকৃতদের মধ্যে আছেন- একাদশ সংসদ নির্বাচনে যশোরের একটি ভোট কেন্দ্রে নাশকতার মামলায় আসামি যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়নের বলরামপুরের মৃত হাজী খোরশেদ আলম বিশ্বাসের ছেলে ফেরদৌস আলম, যশোরের উপশহর ডি-ব্লকের মনিরুজ্জামানের ছেলে মিজানুর রহমান রাফি, শেখহাটি তরফ নওয়াপাড়ার মৃত বজলুর রহমানের ছেলে আব্দুল হামিদ খোকন, ফতেপুরের ভায়না গ্রামের মৃত শুকুমার ঘোষের ছেলে মদন কুমার ঘোষ, একই গ্রামের পিতা মৃত বদর উদ্দীনের ছেলে শেখ হারুন অর রশীদ, রামকৃষ্ণপুরের মৃত হোসেন আলী মোল্লার ছেলে সোহরাব হোসেন শিহাব, লেবুতলার এনায়েতপুরের মৃত শহিদুল ইসলামের ছেলে শাহিনুর রহমান, একই গ্রামের ফারুক হোসেনের ছেলে তুষার ও লেবুতলার মৃত আকমলের ছেলে জাহাদার। তারা ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগের বিভিন্ন পদের নেতাকর্মী।

এদিকে চৌগাছায় গ্রেফতারকৃতরা হলেন- হাকিমপুর ইউনিয়নের কোমরপুর গ্রামের আওয়ামী লীগ নেতা ফজলুর রহমান ও পাশাপোল ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের মেম্বর আমিরুল ইসলাম। বাকিদের বিভিন্ন থানা পুলিশ গ্রেফতার করেছে।

এ বিষয়ে কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেন বলেন, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ সংসদ নির্বাচনে সদর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে নাশকতার ঘটনা ঘটে। এ ঘটনায় ২০২৪ সালের ১৯ নভেম্বর কোতোয়ালি থানায় মামলা করেন অ্যাডভোকেট মুন্সী মঞ্জুরুল ইসলাম। এ মামলায় ইউনিয়ন আওয়ামী লীগের বিভিন্ন স্তরের ৯ জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। তাদের আদালতে সোপর্দ করলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার নূর-ই আলম সিদ্দিকী বলেন, অপারেশন ডেভিল হান্টে জেলায় ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম