Logo
Logo
×

সারাদেশ

অপারেশন ডেভিল হান্ট: নেত্রকোনায় গ্রেফতার ২৯

Icon

নেত্রকোনা প্রতিনিধি

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৩৯ পিএম

অপারেশন ডেভিল হান্ট: নেত্রকোনায় গ্রেফতার ২৯

নেত্রকোনায় যৌথবাহিনী অপারেশন ডেভিল হান্ট অভিযান চালিয়ে অন্তত ২৯ জনকে গ্রেফতার করেছে। রোববার রাত ৯টা থেকে সোমবার ভোর পর্যন্ত জেলার বিভিন্ন থানায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী।

নেত্রকোনা পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ এ তথ্য নিশ্চিত করে জানান, গ্রেফতার হওয়া ২৯ জনকে সোমবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

জেলা পুলিশ সুপারের কার্যালয় সূত্রে জানা গেছে, পূর্বধলা উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক সুকান্ত চন্দ্র সরকার, উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সায়েম এম রিয়াদ, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমানসহ চারজনকে গ্রেফতার করা হয়। নেত্রকোনা মডেল থানা-পুলিশ অভিযান চালিয়ে জেলা যুবলীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আল ইমরান নোমানসহ ১০ জনকে গ্রেফতার করা হয়। এছাড়া দুর্গাপুরে দুই, কলমাকান্দায় তিন, আটপাড়ায় দুইজনসহ মোট ২৯ জনকে গ্রেফতার করা হয়।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম