Logo
Logo
×

সারাদেশ

গোদাগাড়ীতে পোড়ানো হলো কৃষকের শ্যালোমেশিন, আবাদ অনিশ্চিত

Icon

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৩৪ পিএম

গোদাগাড়ীতে পোড়ানো হলো কৃষকের শ্যালোমেশিন, আবাদ অনিশ্চিত

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় এক কৃষকের দুটি শ্যালোমেশিন পুড়িয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। সোমবার ভোর ৫টার দিকে উপজেলার চর আষাড়িয়াদহ ইউনিয়নের দিয়াড় মানিকচক গ্রামে এ ঘটনা ঘটে। এতে ১৬ বিঘা জমির ধান আবাদ হুমকির মুখে পড়েছে। এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী কৃষক ইসরাইল।

ইসরাইলের বাড়ি দিয়াড় মানিকচক গ্রামে। অভিযোগে একই গ্রামের মৃত মসলেম উদ্দিনের ছেলে বাক্কার, আসাদুল, আবদুল কুদ্দুস, আসাদুলের ছেলে সাদিকুল ইসলাম, আশাউল ও আবদুল কুদ্দুসের ছেলে কবির ওরফে কটা, দবির, শরিফুল ইসলাম ভুট্টু, আরিফ এবং জয়নালের নাম উল্লেখ করা হয়েছে। তাদের বিরুদ্ধে জমিতে থাকা দুটি শ্যালোমেশিনে পেট্রল ঢেলে পুড়িয়ে দেওয়ার অভিযোগ এনেছেন কৃষক ইসরাইল।

অভিযোগে বলা হয়, দিয়াড় মানিকচক মৌজার ৩৪০৪, ৩৪০৬, ৩৪০৭ ও ৩৪০২ নম্বর আরএস দাগের ২ দশমিক ৬৫ একর জমি কিনে দীর্ঘদিন ধরেই ভোগদখল করছেন ইসরাইল। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দলীয় প্রভাব খাটিয়ে অভিযুক্তরা জাল দালিল করে এ জমি দখলের চেষ্টা করেছেন। এ নিয়ে আদালতে মামলা চলমান। মামলা নিষ্পত্তি হওয়ার আগেই তারা দফায় দফায় জমিগুলো দখলের চেষ্টা করে আসছেন। এর ধারাবাহিকতায় সোমবার ভোরে তারা জমিতে থাকা দুটি শ্যালোমেশিন আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছেন।

কৃষক ইসরাইল জানান, শ্যালোমেশিন দুটির মাধ্যমে তার নিজের এবং অন্যের মিলিয়ে মোট ১৬ বিঘা জমি চাষাবাদ হয়। তাদের জমিগুলোতে ধানচাষ করা হয়েছে। ধানগাছ এখন ছোট। প্রতিনিয়ত সেচ দিতে হচ্ছে। শ্যালোমেশিন দুটি পুড়িয়ে দেওয়ায় সেচ দেওয়া বন্ধ হয়ে গেছে। এর ফলে প্রায় ১৬ বিঘা জমির ধান নষ্ট হয়ে যাবে বলেও জানান ইসরাইল।

অভিযোগের ব্যাপারে জানতে চাইলে জয়নাল বলেন, তারা জমির দিকে যাননি। কে বা কারা শ্যালোমেশিন পুড়িয়েছে তা তিনি জানেন না। তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হয়েছে।

গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমিন বলেন, সকালে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তসাপেক্ষে এ ব্যাপারে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম