Logo
Logo
×

সারাদেশ

যুব সমাজকে মাদকমুক্ত রাখতে খেলাধুলা গুরুত্বপূর্ণ: খালেদ মাসুদ

Icon

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:০৯ পিএম

যুব সমাজকে মাদকমুক্ত রাখতে খেলাধুলা গুরুত্বপূর্ণ: খালেদ মাসুদ

ছবি: সংগৃহীত

জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট বলেছেন, যুব সমাজকে মাদকমুক্ত রাখতে খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

সোমবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পূর্ব চন্দ্রা এলাকায় পূর্বচন্দ্রা স্পোর্টিং ক্লাবের উদ্যোগে আয়োজিত মাদকমুক্ত ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, মাদক রোধে যদি প্রতিটি এলাকায় এরকম খেলা হয়, তাহলে যুব সমাজ মাদক ছেড়ে খেলায় মনোনিবেশ করবে। বাংলাদেশের প্রতিটি এলাকায় যেন এরকম টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। আমার নিজের একটা আইডিয়া আছে ভবিষ্যতে আরো বড় আকারের টুর্নামেন্ট করা যায় কিনা।

কালিয়াকৈর পৌরসভার সাবেক কাউন্সিলর সারোয়ার হোসেন আকুলের পৃষ্ঠপোষকতায় পূর্বচন্দ্রা স্পোটিং ক্লাবের উদ্যোগে আট বিভাগের ৮টি দল অংশগ্রহণ করে। সোমবার ফাইনাল খেলায় আবরণ জায়ান্টস দল বালিয়া ভাই কিং দলকে হারিয়ে বিজয় অর্জন করে। পরে বিজয়ী দলকে ১ লাখ ২০ হাজার টাকা পুরস্কার ও চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেওয়া হয়। 

গাজীপুর জেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক সাইজউদ্দীন আহম্মেদের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুগ্ম ও দায়রা জজ, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস সুলতান উদ্দিন প্রধান, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক দেলোয়ার জাহান, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইকবাল মাহমুদ, চন্দ্রা সরকারি কলেজের অধ্যক্ষ সুফিয়া বেগম, পৌর ৯নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আহাদ আলী মুন্সি, খাজা বদরুদদোজা মর্ডান হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা: বখতিয়ার প্রমুখ।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম