বাসচাপায় ভ্যানচালকসহ দুজন নিহত

কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৫৫ পিএম

টাঙ্গাইলের কালিহাতীতে বাসের চাপায় ভ্যানচালক আব্দুল হালিম (৩৫) ও ভ্যানের যাত্রী আব্দুল রাজ্জাক (৪৪) নামে দুজন নিহত হয়েছেন। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-যমুনা সেতু মহাসড়কের কালিহাতীর জোকারচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ভ্যানচালক আব্দুল হালিম কালিহাতী উপজেলা গোহালিয়াবাড়ী ইউনিয়নের কুর্শাবেনু গ্রামের মকবুল হোসেনের ছেলে ও ভ্যানের যাত্রী আব্দুল রাজ্জাক একই ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের মৃত আবুল মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়ি থেকে আব্দুল হালিমের ভ্যানে করে যমুনা সেতু এলাকায় যাচ্ছিলেন আব্দুল রাজ্জাক। ঢাকা-যমুনা সেতু মহাসড়কের কালিহাতীর জোকারচর ১৮নং ব্রিজের কাছে পৌঁছলে একটি বাস তাদের চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই আব্দুল হালিম ও আব্দুল রাজ্জাকের মৃত্যু হয়।
যমুনা সেতু পূর্ব থানার এসআই নাজিম উদ্দিন জানান, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে জানাতে পারেন নিহতের স্বজনরা লাশ বাড়িতে নিয়ে গেছেন। এ ঘটনায় থানায় আইনি প্রক্রিয়াধীন রয়েছে।