Logo
Logo
×

সারাদেশ

রাজবাড়ী কারাগারে নারী হাজতির মৃত্যু

Icon

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৫৪ পিএম

রাজবাড়ী কারাগারে নারী হাজতির মৃত্যু

রাজবাড়ী জেলা কারাগারে আলেয়া বেগম নামে এক নারী হাজতির মৃত্যু হয়েছে। রোববার রাত পৌনে ৯টার দিকে রাজবাড়ী সদর হাসপাতালে তার মৃত্যু হয়।

বিষয়টি সোমবার দুপুরে যুগান্তরকে নিশ্চিত করেন রাজবাড়ী জেলা কারাগারের জেলার তৌহিদুল ইসলাম।

আলেয়া বেগম (৬০) রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের দৌলতদিয়া যৌনপল্লীর বাসিন্দা ছিলেন।

এ বিষয়ে রাজবাড়ী জেলা কারাগারের জেলার তৌহিদুল ইসলাম বলেন, আলেয়া বেগম গত ২৩ জানুয়ারি থেকে একটি মাদক মামলার আসামি হয়ে জেল খাটছিলেন। রোববার রাত পৌনে ৯টার দিকে হঠাৎ আলেয়ার বুকে ব্যথা উঠলে জেল কর্তৃপক্ষ তাকে চিকিৎসার জন্য রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। হাসপাতালে নেওয়ার পর সেখানকার জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার লাশ রাজবাড়ীর মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বলে জানান এই কর্মকর্তা।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম