Logo
Logo
×

সারাদেশ

যুগান্তর দেশ ও জনগণের মুখপত্র

Icon

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৫৩ পিএম

যুগান্তর দেশ ও জনগণের মুখপত্র

দৈনিক যুগান্তরের রজতজয়ন্তী উপলক্ষে ময়মনসিংহের ত্রিশালে যুগান্তর স্বজন সমাবেশের আয়োজনে কেক কাটা আলোচনা সভা  দোয়া অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় বক্তারা বলেন- যুগান্তর দেশ ও জনগণের মুখপত্র। দীর্ঘপথ অতিক্রম করে আজ শীর্ষস্থানে।

সোমবার সকালে ত্রিশাল প্রেস ক্লাব মিলনায়তনে যুগান্তর স্বজন সমাবেশের সভাপতি রিয়াজুল হক রাজুর সভাপতিত্বে ও ত্রিশাল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জুবায়ের হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন ত্রিশাল থানার পরিদর্শক (তদন্ত) মোবারক হোসেন, ত্রিশাল উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোখলেসুর রহমান সবুজ, ত্রিশাল প্রেস ক্লাবের সাবেক সভাপতি রফিকুল ইসলাম শামীম, ময়মনসিংহ সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান রেজাউল করিম বাদল, সাবেক সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান নোমান, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম, জাতীয়তাবাদী ওলামা দল ত্রিশাল শাখার সভাপতি শাহাদাত হোসেন শামীম, শুকতারা সংঘের নবনির্বাচিত সভাপতি  আব্দুল্লাহ আল মাসুদ সিহাব, সাধারণ সম্পাদক খাইরুল বারী সজীব, সাংবাদিক ফয়জুর রহমান ফরহাদ, আতিকুল ইসলাম, হুমায়ুন কবির, আব্দুল্লাহ আল ফাহাদ, এসএম মাসুদ রানা, জিম্মানুল আনোয়ার, রায়হান, বিদ্যাবাড়ির প্রতিষ্ঠাতা দুর্জয়, যুগান্তর স্বজন সমাবেশের সহ-সভাপতি আখলাকুল ইসলাম প্রমুখ।

শুভেচ্ছা জানিয়ে বক্তব্য দেন যুগান্তর স্বজন সমাবেশের উপদেষ্টা ও ত্রিশাল প্রতিনিধি খোরশিদুল আলম মজিব।

বক্তারা রজতজয়ন্তীতে যুগান্তরের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের আত্মার মাগফিরাত কামনা করেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম