Logo
Logo
×

সারাদেশ

মুন্সীগঞ্জে দুদক চেয়ারম্যান ড. মোহাম্মদ আব্দুল মোমেন

পাশের দেশে থাকা দুর্নীতির বড় অভিযুক্তদের ফিরিয়ে এনে বিচার করা হবে

Icon

যুগান্তর প্রতিবেদন, মুন্সীগঞ্জ

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৪৬ পিএম

পাশের দেশে থাকা দুর্নীতির বড় অভিযুক্তদের ফিরিয়ে এনে বিচার করা হবে

দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ড. মোহাম্মদ আব্দুল মোমেন বলেছেন, দুর্নীতির অনেক আসামি বিদেশে। অনেক বড় অভিযুক্তরা পাশের দেশে আছেন, তাদের ফিরিয়ে এনে কাঠগড়ায় দাঁড় করানো হবে।

সোমবার সকালে মুন্সীগঞ্জের গজারিয়ায় ইঞ্জিনিয়ারিং স্টাফ কলেজে সরকারি ক্রয়নীতির ওপর ১৫ দিনব্যাপী দুদক কর্মকর্তাদের প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।

দুদক চেয়ারম্যান বলেন, দুর্নীতির একটি বড় উৎস হচ্ছে প্রকিউরমেন্ট বা সরকারি ক্রয়। ক্রয়পদ্ধতি ও বাজার দাম এবং যা ক্রয় করছি সেটি প্রয়োজন কিনা- এসব বিষয়ে সচেতন থাকলে দুর্নীতি লাগব করা সম্ভব হবে। কিছুকাল আগেও চিকিৎসা খাতে ঠিকাদার ঠিক করত কী জিনিসপত্র লাগবে সে অনুযায়ী সাপ্লাই হতো। অথচ অধিকাংশ জিনিসের অপারেশন সম্ভব হতো না। তাই প্রশিক্ষণের মাধ্যমে দুদকে এসব বিষয়ে সচেতন করা হচ্ছে দুদক কর্মকর্তাদের।

দুদক চেয়ারম্যান বলেন, অপারেশন ডেভিল হান্ট থেকে দুদক বেনিফিট পেতে পারে।

অনুষ্ঠানের বিশেষ অতিথি সংস্থাটির মহাপরিচালক (প্রশিক্ষণ ও তথ্য প্রযুক্তি) আক্তার হোসেন বলেন, দুর্নীতি বন্ধের পাশাপাশি আমাদের সবচেয়ে বেশি নজর রাখতে হবে নিরপরাধ কোনো ব্যক্তি যাতে হয়রানির শিকার না হয় সেদিকে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের (আইইবি) সভাপতি প্রকৌশলী মোহাম্মদ রেজাউল ইসলাম রিজু।

উল্লেখ্য, সরকারি ক্রয়নীতির প্রশিক্ষণে দুদকের সহকারী পরিচালক এবং উপসহকারী পরিচালক মিলিয়ে ৩০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করছেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম