
প্রিন্ট: ১৭ এপ্রিল ২০২৫, ১২:৪৮ পিএম
হালুয়াঘাট সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ

ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:০৫ পিএম

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার মরাগাঙ্গেরকান্দা গ্রামে বিপুল পরিমাণ বিভিন্ন ধরনের ভারতীয় পণ্য জব্দ করেছে র্যাব। রোববার (৯ ফ্রেব্রুয়ারি) রাতে অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়।
সোমবার দুপুরে র্যাব-১৪ মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল চাকমা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
র্যাব জানায়, হালুয়াঘাটের মরাগাঙ্গেরকান্দা গ্রামের হাবিবুর রহমানের (৩৫) বাড়িতে অবৈধভাবে আনা ভারতীয় জিরা, জনসন বেবি সাবান, শাড়ি ও থ্রি-পিসসহ বিভিন্ন পণ্য মজুত করা হয়েছে। খবর পেয়ে রোববার রাত দেড়টার দিকে র্যাব হাবিবুরের বাড়িতে অভিযান চালায়। অভিযানের সময় হাবিবুরসহ কয়েকজন চোরাকারবারি পালিয়ে যান।
পরে উপস্থিত এলাকাবাসীর সামনে ঘটনাস্থলে তল্লাশি করে এসব পণ্য জব্দ করা হয়। জব্দ হওয়া এসব পণ্যের আর্থিক মূল্য অন্তত এক কোটি টাকা বলে জানা গেছে। মালামাল আটকের পর র্যাব উপস্থিত এলাকাবাসীকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে পলাতক ব্যক্তিরা দীর্ঘদিন ধরেই অবৈধ পণ্য ভারত থেকে পাচার করে আসছেন।