Logo
Logo
×

সারাদেশ

নানা আয়োজনে দুর্গাপুরে যুগান্তরের রজতজয়ন্তী উদযাপন

Icon

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:২৫ পিএম

নানা আয়োজনে দুর্গাপুরে যুগান্তরের রজতজয়ন্তী উদযাপন

নেত্রকোনার দুর্গাপুরে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাবুলের আত্মার মাগফিরাত কামনায় দোয়া, স্মৃতিচারণ ও আলোচনা সভার মধ্য দিয়ে যুগান্তরের রজতজয়ন্তী উদযাপন করা হয়েছে। 

সোমবার বেলা ১১টায় উপজেলা স্বজন সমাবেশের আয়োজনে এই রজতজয়ন্তী উদযাপন করা হয়। 

উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহর সঞ্চালনায়, যুগান্তর প্রতিনিধি ও প্রেসক্লাব সভাপতি তোবারক হোসেন খোকনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মো. নাভিদ রেজুয়ানুল কবীর। 

বিশেষ অতিথি স্বজন সমাবেশের সদস্য শিক্ষাবিদ সাবেক অধ্যক্ষ শহীদউল্লাহ্ খান, বিশিষ্ট শিক্ষাবিদ ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি এম এ জিন্নাহ্, বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার মাল, ওয়াহেদ আলী, মো. সিরাজুল হক, ওসি মো. বাচ্চু মিয়া, এডভোকেট মানেশ চন্দ্র সাহা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জহুরুল ইসলাম, সমবায় কর্মকর্তা বিজন কান্তি রায়, সাবেক প্রধান শিক্ষক ও নাট্য ব্যক্তিত্ব বীরেশ্বর চক্রবর্তী প্রমুখ।

অন্যদের মধ্যে উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. মোহন মিয়া, এসএম রফিকুল ইসলাম, নির্মলেন্দু সরকার বাবুল, মাইকেল প্রদীপ বাউল, সাবেক সাধারণ সম্পাদক মো. জামাল তালুকদার, সিনিয়র সাংবাদিক জীবন কুমার রাংসা, আদিবাসী নেত্রী ও সাংবাদিক রাখী দ্রং, আফম সফিউল্লাহ্, ধ্রুব সরকার, ধনেশ পত্রনবীশ, এইচ এম সাইদুল ইসলাম, ডা. কামরুল ইসলাম, সুমল রায়, কালীদাস সাহা বাবু, জুয়েল রানা, আল নেমান শান্ত, আনিসুল হক সুমন, পথপাঠাগারের সভাপতি কবি নাজমুল হুদা সারোয়ার, সাংবাদিক সমিতির সভাপতি দিলোয়ার হোসেন তালুকদার, সাধারণ সম্পাদক রাজেশ গৌড়, সাবেক সাধারণ সম্পাদক ওয়ালী হাসান তালুকদারসহ অন্য প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। 

বক্তারা বলেন, বৈষম্যবিরাধী ছাত্র আন্দোলনে বস্তনিষ্ঠ সংবাদ প্রকাশের জন্য যুগান্তর ইতোমধ্যেই পাঠকের মনে স্থান করে নিয়েছে। মিডিয়া ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম সংবাদ জগতের আইকন। যুগান্তরের সাহিত্য পাতা, সম্পাদকীয় পাতা ও স্বজন সমাবেশের আয়োজন অন্য পত্রিকার চেয়ে একটু ভিন্ন। যুগান্তর এগিয়ে যাক, যুগান্তরকে শুভকামনা।

এর আগে রজতজয়ন্তী উপলক্ষ্যে বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া, শিশুদের মেধা বিকাশে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও শীতবস্ত্র বিতরণ করা হয়।  

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম