সুনামগঞ্জে অপারেশন ডেভিল হান্টে গ্রেফতার ৬
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:১৭ পিএম
![সুনামগঞ্জে অপারেশন ডেভিল হান্টে গ্রেফতার ৬](https://cdn.jugantor.com/assets/news_photos/2025/02/10/Operation-Devil-Hunt-67a9fc7ff2d47.jpg)
সুনামগঞ্জ জেলা পুলিশের বিভিন্ন থানা ও যৌথ বাহিনীর সমন্বয়ে অপারেশন ডেভিল হান্টে ২৪ ঘণ্টায় ৬ জনকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার দুপুরে সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেফতাররা হলেন- দোয়ারাবাজার উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য মো. শফিকুল ইসলাম (৫৫), তাহিরপুর বড়দল দক্ষিণ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. জলিল মিয়া (৪৮), দিরাই সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কাওছার আহমেদ (২৮), ছাতক উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক জামাল আহমেদ (২৫), ৪নং শাল্লা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. সাত্তার মিয়া (৭৬), ৩নং বাহড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিশ্বজিৎ চৌধুরী নান্টু (৫০)।
সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন জানান, গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনী ব্যবস্থা নিয়ে আদালতে পাঠানো হবে। জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধীদের গ্রেফতারে অভিযান চলবে।