Logo
Logo
×

সারাদেশ

যুগান্তরের রজতজয়ন্তী উদযাপন

নির্যাতিত মানুষের পাশে থাকবে যুগান্তর

Icon

সুজানগর (পাবনা) প্রতিনিধি

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:১০ পিএম

নির্যাতিত মানুষের পাশে থাকবে যুগান্তর

পাবনার সুজানগরে শিশুদের নিয়ে কেক কেটে ও আলোচনা সভার মধ্য দিয়ে যুগান্তরের রজতজয়ন্তী উদযাপন করা হয়েছে। 

সোমবার যুগান্তর স্বজন সমাবেশের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ রজতজয়ন্তী উদযাপন করা হয়। 

স্বজন সমাবেশ সুজানগর উপজেলা শাখার সভাপতি ও নাজিরগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ নাদের হোসেনের সভাপতিত্বে রজতজয়ন্তীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদ। বিশেষ অতিথি ছিলেন থানার ওসি গোলাম মোস্তাফা। 

আলোচনা সভায় বক্তারা বলেন, বীর মুক্তিযোদ্ধা প্রয়াত নুরুল ইসলামের ত্যাগ জাতি কখনো ভুলবে না। তার রেখে যাওয়া যমুনা গ্রুপ, এতে লাখো মানুষের কর্মসংস্থান করে গেছেন তিনি। আজীবন এ দেশের মানুষ তার কথা মনে রাখবে।

বক্তারা বলেন, আপসহীনভাবে পথ চলে এ পর্যায়ে পৌঁছাতে পেরেছে দৈনিক যুগান্তর। আগামী দিনেও সত্য ও ন্যায়ের পথে থেকে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে নির্যাতিত মানুষের পাশে থাকবে। 

এছাড়া ‘সত্যের সন্ধানে নির্ভীক’ স্লোগানে দৈনিক যুগান্তরের অভিযাত্রায় বঞ্চিত মানুষের মুখপত্র হিসেবে অন্যায়, অবিচার, অনিয়মসহ নানা দুর্নীতির বিরুদ্ধে কথা বলেছে। সত্য প্রকাশে অবিচল থেকেছে। ফলে শুরু থেকেই যুগান্তর পাঠকের অন্তরে ঠাঁই করে নিয়েছে।

এতে বক্তব্য রাখেন দৈনিক যুগান্তরের সুজানগর উপজেলা প্রতিনিধি ও স্বজন সমাবেশের উপদেষ্টা এমএ আলিম রিপন, অনুষ্ঠানে উপজেলা নির্বাচন অফিসার সাগর আহমেদ, পল্লীগ্রাম পত্রিকার সম্পাদক ও সুজানগর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুস শুকুর, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, সুজানগর মহিলা ডিগ্রি কলেজের অধ্যাপক ও স্বজন সমাবেশের সহ সভাপতি এটিএম শামসুজ্জামান ডন, ইউসিসিএ লিমিটেডের সভাপতি ইয়াকুব আলী, বিশিষ্ট ব্যবসায়ী হারুন মন্ডল, রাজনৈতিক ব্যক্তিবর্গের মধ্যে আনিছুর রহমান খোকন, গোলাম মোর্তজা,আলাউদ্দিন আলাল, ছাপা, গণমাধ্যম কর্মীদের মধ্যে ডা. সাইফুল্লাহ ফুল, এম মঞ্জু,বকুল, ফিরোজ রানা, আলামিন শেখ, পাবনা পলিটেকনিক ইনস্টিটিউটের জুনিয়র  ইনস্ট্রাক্টর  মুসফেক উস সালেহীন স্বজন সমাবেশের সদস্য, আব্দুস সোবাহান, নাবিল হোসেন ও আব্দুস সবুরসহ স্বজন সমাবেশের সদস্য ও স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত ছিলেন। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম