Logo
Logo
×

সারাদেশ

কালীগঞ্জে অন্যের জমি দখল চেষ্টার অভিযোগ

Icon

কালীগঞ্জ ও গাজীপুর মহানগর প্রতিনিধি

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৪৯ পিএম

কালীগঞ্জে অন্যের জমি দখল চেষ্টার অভিযোগ

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়নের উলুখোলা সেনপাড়া মৌজার ওয়ারিশ ও ক্রয়সূত্রে পাওয়া সাহেদ আলী গংয়ের প্রায় সাড়ে ৬৭ শতাংশ ভোগদখলীয় জমি বারবার জোরপূর্বক দখল চেষ্টার অভিযোগ উঠেছে একই এলাকার ফিরোজ গংয়ের বিরুদ্ধে। স্থানীয়দের শঙ্কা, দুপক্ষের বিরোধে যেকোনো সময় ঘটে যেতে পারে রক্তক্ষয়ী অনাকাঙিক্ষত সংঘর্ষ। 

রোববার ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ভুক্তভোগী সাহেদ গংয়েরা তাদের ভোগদখলীয় জমিতে সীমানাপ্রচীর নির্মাণ করতে ইটবালু এনে রেখেছেন। একটি গাছের কাণ্ডে জমির বৃত্তান্ত দিয়ে একটি সাইনবোর্ড ঝুলছে। ভুক্তভোগীরা জানান, সহকারী কমিশনার ভূমি (কালীগঞ্জ) উম্মে হাফসা নাদিয়ার স্বাক্ষরিত আদেশে ফিরোজ গং সাড়ে ৪৩ শতাংশ জমির মালিক।  যার থেকে ৫ কাঠা জমি বিক্রি করেছেন। কিন্তু ফিরোজেরা ৫ শতাংশ জমি বেশি দখল করে ৪০.২৫ শতাংশ দখলে রেখেছেন। 

স্থানীয় মোতালিব খান জানান, ফিরোজ গংরা বাদী হয়ে কালীগঞ্জ এসিল্যান্ড বরাবর সেনপাড়া মৌজার আরএস ১৯ নং খতিয়ানের ১৪ নং দাগে অতিরিক্ত ৫ শতাংশ জমি নামজারির বিষয়ে মিস কেইস করেন। এসিল্যান্ডের আদেশে গত বছরের মার্চে সেই অতিরিক্ত ৫ শতাংশ জমি সংশোধন করে  মূলজোতে অন্তর্ভুক্ত করেন।  এরপর ভুক্তভোগী সাহেদ গংদের জমি দখলের অপচেষ্টা করছেন ফিরোজ গং।

এ বিষয়ে জানতে চাইলে ফিরোজ জানান, আমি এসিল্যান্ডের রায় মানি কিন্ত আমি কারো জমি দখল করি নাই। আমাদের জমি বরং সাহেদেরা দখল করার পায়তারা করছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম