![ডেভিল হান্টে রাজশাহীতে গ্রেফতার ৪](https://cdn.jugantor.com/assets/news_photos/2025/02/10/Operation-Devil-Hunt-67a9d98c7e396.jpg)
রাজশাহীতে অপারেশন ডেভিল হান্টে আওয়ামী লীগের ৪ নেতাকর্মীকে গ্রেফতার করেছে যৌথবাহিনী।
সোমবার রাত ১২টা থেকে দুপুর ১২টা পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন- রাজশাহীর হড়গ্রাম ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি নয়ন শেখ, আওয়ামী লীগের সক্রিয় কর্মী মো. হানিফ, সাব্বির আহমেদ ও রহিদুল ইসলাম বিশাল।
রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সাবিনা ইয়াসমিন জানান, রাতে যৌথবাহিনীর উদ্যোগে মহানগরের বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়েছে। এদের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা রয়েছে।