ডেভিল হান্টে কাশিমপুর আ.লীগের ১১ নেতাকর্মী গ্রেফতার
কাশিমপুর-কোনাবাড়ী(গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:০৮ পিএম
গাজীপুর মহানগরীর কাশিমপুরে ডেভিল হান্ট অভিযানে আওয়ামী লীগ, ছাত্রলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের ১১ নেতাকর্মীকে গ্রেফতার করেছে যৌথবাহিনী।
রোববার (৯ ফেব্রুয়ারি) রাত ৯ টা থেকে সোমবার ভোর পর্যন্ত চলে অভিযান।
গ্রেফতাররা হলেন- মিজান মন্ডল (৫০), আব্দুল কাদের মন্ডল (৪২), মো. রওসন আলী (৩৫), মো. ফারুক মিয়া (৪৪), মো. শওকত হোসেন (৩৯), আনোয়ার হোসেন লাবু (৫৪), নাদিম হোসেন দিপু(৩০), মো. আ. মান্নান (২৮), মো. ইসমাইল হোসেন(২৪), মো. সিরাজুল ইসলাম (৪৮), মো. শামসুল আলম (৫৩)।
কাশিমপুর থানার ওসি সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, অভিযান চালিয়ে ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের দুপুর পৌঁনে ২ টায় আদালতে পাঠানো হয়েছে।