Logo
Logo
×

সারাদেশ

নিখোঁজের ৩৬ ঘণ্টা পর জেলের লাশ উদ্ধার

Icon

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:০২ পিএম

নিখোঁজের ৩৬ ঘণ্টা পর জেলের লাশ উদ্ধার

গোপালগঞ্জের কোটালীপাড়া মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়া বিপুল মন্ডল (৪৩) নামে এক জেলের মরদেহ ৩৬ ঘণ্টা পর উদ্ধার করেছে পুলিশ। 

সোমবার (১০ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে কোটালীপাড়া -পয়সারহাট খালের গচাঁপাড়ায় ভাসমান লাশটি উদ্ধার করা হয়।

নিহত বিপুল উপজেলার আমতলী ইউনিয়নের দক্ষিণ গঁচাপাড়া গ্রামের মতিলাল মন্ডলের ছেলে। 

 স্থানীয়রা জানায়, শনিবার সন্ধ্যায় ওই খালের সুঁইচ গেটের পাশে মাছ ধরতে যান বিপুল। রাতে বাড়িতে না ফেরায় তার স্ত্রী ও ছেলে ওই খালে খুঁজতে বের হন। তাকে দেখতে না পেয়ে অনেক খোঁজাখুজি করেন তারা। পরে ওই স্থান থেকে দূরে গিয়ে তার নৌকায় ভেজা কাপড় ও বন্ধ মোবাইলসহ টর্চ লাইট দেখতে পান তারা। তবে বিপুলের কোন সন্ধান পাওয়া যায়নি। 

এদিকে সোমবার ভোরে খালে একটি ভাসমান লাশ দেখতে পান স্থানীয়রা। পরে পুলিশে খবর দেওয়া হলে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়।  

কোটালীপাড়া থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, উদ্ধার লাশটি বিপুলের বলে সনাক্ত করেছে তার পরিবার। বিপুল হৃদরোগের রোগী ছিলো বলে জানিয়েছেন তারা।  ধারণা করা হচ্ছে, মাছ ধরতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে পানিতে পড়ে মৃত্যু হয়েছে বিপুলের। 

তিনি বলেন, সুরহাতাল রিপোর্টে কোন আলামত পাওয়া যায়নি। বিপুলের পরিবারেরর পক্ষ থেকেও কোন অভিযোগ না থাকায় লাশটির ময়নাতদন্ত ছাড়া স্বজনদের কাছে দেওয়া হয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম