Logo
Logo
×

সারাদেশ

ভারতীয় আগ্রাসন প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জ অভিমুখে লংমার্চ ও জেয়াফত

Icon

মনোয়ার হোসেন জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৪৮ পিএম

ভারতীয় আগ্রাসন প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জ অভিমুখে লংমার্চ ও জেয়াফত

সীমান্তে বাংলাদেশিদের হত্যার জন্য ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সদস্যদের বিচারের আওতায় আনতে কূটনৈতিক তৎপরতা চালানোর দাবি জানানো হয়েছে। একইসঙ্গে ভারতের সঙ্গে সব ‘অসম চুক্তি’ বাতিলের দাবি জানানো হয়েছে।

রোববার সীমান্ত অভিমুখে লংমার্চ ও সামাজিক জেয়াফত অনুষ্ঠান থেকে এ দাবি জানানো হয়। ‘বাংলাদেশের জনগণ’ নামে একটি সংগঠন এ লংমার্চের আয়োজন করে। সীমান্ত হত্যার প্রতিবাদ ও সীমান্ত নদীতে পানির ন্যায্য হিস্যার দাবিতে ঢাকার কেন্দ্রীয় শহিদ মিনার থেকে চাঁপাইনবাবগঞ্জের কিরণগঞ্জ সীমান্ত অভিমুখে লংমার্চ শুরু হয় শনিবার রাতে। বাসযোগে রোববার সকালে লংমার্চটি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে এসে পৌঁছায়। পরে শিবগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে কিরণগঞ্জ সীমান্ত অভিমুখে লংমার্চ শুরু হয়। তবে কিছুদূর এগোনোর পর প্রশাসনের অনুরোধে পাইলিং মোড় এলাকায় গিয়ে লংমার্চ শেষ করা হয়। 

সামাজিক জেয়াফতের অংশ হিসেবে সেখানে গরু জবাই করা হয়। এর আগে শিবগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আরও একটি গরু জবাই করে ভোজের আয়োজন করা হয়।

বাংলাদেশের জনগণ সংগঠনের প্রতিনিধি ওয়ারেছুল ইসলাম নাসির বলেন, ফারাক্কার নায্য পানির হিস্যা এবং ভারতীয় আগ্রাসন প্রতিরোধে সীমান্তের নাগরিকদের সচেতন, সজাগ ও উদ্বুদ্ধ করতেই এই লংমার্চেও আয়োজন করা হয়েছে। সীমান্তের সকল নাগরিকদের সচেতন করা হচ্ছে। আমরা পুরো দেশের নাগরিকরা সীমান্তবাসীর সঙ্গে রয়েছি। পাশাপাশি সীমান্তে সকল ধরনের আগ্রাসন ও হত্যা বন্ধের হুঁশিয়ারিও দেন তিনি।

বাংলাদেশের জনগণ সংগঠনের মুখপাত্র আবু মুস্তাফিজ জানান, সীমান্তে হত্যা বন্ধ করতে হলে হত্যাকারী ভারতীয় বিএসএফ সদস্যদের বিচারের আওতায় আনতে হবে। অন্যথায় হত্যাকাণ্ড চলতেই থাকবে।

ভারতের সঙ্গে হওয়া বিভিন্ন ‘অসম চুক্তি’ দ্রুত বাতিলের দাবি জানিয়েছেন লংমার্চে অংশ নেওয়া নতুন গঠিত আমজনতার দলের সদস্য সচিব তারেক রহমান। তিনি বলেন, চুক্তির যৌক্তিকতা না থাকলে মানতে বাধ্য নয় বাংলাদেশ।

ফারাক্কা বাঁধের কারণে পদ্মা নদীর নায্য পানির হিস্যা নিশ্চিত, ভারতীয় আগ্রসন প্রতিরোধ এবং সীমান্তে ফেলানীসহ ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে নিহত সকল শহিদদের আত্মার মাগফিরাত কামনা ও প্রতিকারের দাবিতে এই সামাজিক জেয়াফত অনুষ্ঠিত হয়।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম