Logo
Logo
×

সারাদেশ

মেলায় অশ্লীলতা বন্ধের দাবিতে স্মারকলিপি

Icon

যুগান্তর প্রতিবেদন, নবাবগঞ্জ

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৪৫ পিএম

মেলায় অশ্লীলতা বন্ধের দাবিতে স্মারকলিপি

দোহার উপজেলার নুরুল্লাপুর মেলায় অবৈধ ভ্যারাইটি-শো ও পুতুল নাচের নামে অশ্লীলতা বন্ধের দাবিতে ইউএনও এবং ওসি বরাবর স্মারকলিপি দিয়েছেন দোহারের সর্বস্তরের ওলামায়ে কেরাম ও তাওহিদী জনতা। রোববার দুপুর ১২টায় স্মারকলিপি জমা দেন তারা।

স্মারকলিপিতে ওলামায়ে কেরাম ও তাওহিদী জনতা উল্লেখ করেন, নুরুল্লাপুর মেলায় অবৈধ ভ্যারাইটি-শো এবং পুতুল নাচের নামে অশ্লীল ও অনৈতিক কার্যক্রম পরিচালিত হচ্ছে- যা ধর্মীয় ও সামাজিক মূল্যবোধের পরিপন্থী। এসব কার্যক্রম তরুণ সমাজকে বিপথগামী করছে বলে তারা দাবি করেন। তারা প্রশাসনের কাছে দ্রুত এসব অশ্লীল কার্যক্রম বন্ধের দাবি জানান এবং ভবিষ্যতে এমন অনৈতিক কার্যক্রম প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। স্মারকলিপি গ্রহণ করে প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি গুরুত্বসহকারে দেখা হবে বলে আশ্বাস দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন- শিলাকোঠা মাদ্রাসার মুহতামিম ও জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ দোহার থানা শাখার সভাপতি হাফেজ মাওলানা আব্দুর রহিম, মেঘুলা মাদ্রাসার মুহতামিম মুফতি হাবিবুল্লাহ, জয়পাড়া বাজার মসজিদের ইমাম ও খতিব মুফতি আব্দুল হান্নান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দোহারের ছাত্র প্রতিনিধি মো. শহীদুল ইসলাম, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ দোহার থানা শাখার সহ-সভাপতি হাফেজ মাওলানা ওয়ালীউল্লাহ, সাধারণ সম্পাদক মুফতি জিল্লুর রহমান আরেফী, সহসাধারণ সম্পাদক মাওলানা যুবায়ের আহমাদ সাকী, সাংগঠনিক সম্পাদক হাফেজ মো. মোসলেম উদ্দিন, ইসলামী আন্দোলন বাংলাদেশ দোহার থানা শাখার সহসভাপতি হাফেজ মো. রুহুল আমীন দেওয়ান, খেলাফত যুব মজলিস দোহার থানা শাখার সেক্রেটারি আলী আহমাদ মাদবর, রুকাইয়া (রা.) মহিলা মাদ্রাসার মুহতামিম মুফতি মুজাহিদুল ইসলাম, মাদরাসাতুর রহমানের পরিচালক মাওলানা মুহাইমিনুল ইসলাম ফাহাদ, মাওলানা হারুন, মাওলানা আব্দুল জলিল, মাওলানা রাকিব মাহমুদ, মাওলানা মামুন আল জামী প্রমুখ।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম