কটিয়াদীতে যুগান্তরের রজতজয়ন্তী উপলক্ষে ফ্রি চিকিৎসাসেবা

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৩৯ পিএম

দৈনিক যুগান্তর পত্রিকা ২৬ বছরে পদার্পণ ও রজতজয়ন্তী পালন উপলক্ষে কিশোরগঞ্জের কটিয়াদীতে আলোচনা সভা, ফ্রি চিকিৎসাসেবা ও রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি পালন করা হয়েছে।
রোববার সকালে কটিয়াদী সরকারি কলেজ মাঠে যুগান্তর স্বজন সমাবেশ কটিয়াদী উপজেলা শাখা আয়োজিত অনুষ্ঠানে যুগান্তর স্বজন সমাবেশ কটিয়াদী উপজেলা শাখার সভাপতি প্রভাষক ধ্রুব রঞ্জন দাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাসুম পাঠানের সঞ্চালনায় স্বাগতিক বক্তব্য রাখেন যুগান্তরের কটিয়াদী উপজেলা প্রতিনিধি অধ্যক্ষ ফজলুল হক জোয়ারদার আলমগীর।
বক্তব্য রাখেন- কটিয়াদী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আরিফুর রহমান কাঞ্চন, কটিয়াদী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম মোড়ল, কটিয়াদী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদিউল আলম মাহফুজ, কটিয়াদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত ) ডা. মো. ঈশা খান, ডা. শামীম ভূঁইয়া, ডেন্টাল সার্জন ডা. দেবব্রত ঘোষ সানি।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- কটিয়াদী সরকারি কলেজের সরকারি অধ্যাপক গোলাম মুর্শেদ, জহুর আহমেদ, মোয়াজ্জল হোসেন, আশরাফুল হক মুকুল, সাবেক জেলা বন কর্মকর্তা মো. হারুন অর রশিদ, কটিয়াদী সাহিত্য সংসদের সভাপতি কবি মেরাজ রাহিম, কটিয়াদী প্রেস ক্লাবের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল হায়দার টিটু, সদস্য সচিব মাইনুল হক মেনু, মনোহরদী প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তর প্রতিনিধি মো. হারুন অর রশিদ, কটিয়াদী উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও স্বজনের সহ-সভাপতি নিয়াজ মোহাম্মদ, স্বজনের সহ-সভাপতি আব্দুল মান্নান স্বপন, সাংগঠনিক সম্পাদক আবু নাঈম, ছাত্র বিষয়ক সম্পাদক মো. সালাহউদ্দিন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক সাইফুল্লাহ জায়েদুল, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শামসুল হক চাঁন মিয়া, মাছুম জোবায়ের, শারমিন ডায়াগনস্টিক সেন্টারের সত্ত্বাধিকারী রাজিব আহমেদ, কটিয়াদী পৌর যুবদলের সাধারণ সম্পাদক প্রিন্স আজিজ, সাংবাদিক মো. মোজাম্মেল হক, মো. খায়রুল ইসলাম, মিয়া মোহাম্মদ সিদ্দিক, নাঈম ইসলাম, ছাত্র অধিকার পরিষদের নেতা ইমরান খান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য রাজিব ভুঁইয়া প্রমুখ।
অনুষ্ঠানে শতাধিক শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ফ্রি চিকিৎসাসেবা ও রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।