Logo
Logo
×

সারাদেশ

অপারেশন ডেভিল হান্ট, ঠাকুরগাঁওয়ে আ.লীগের ১৫ নেতাকর্মী গ্রেফতার

Icon

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৩৮ পিএম

অপারেশন ডেভিল হান্ট, ঠাকুরগাঁওয়ে আ.লীগের ১৫ নেতাকর্মী গ্রেফতার

ডেভিল হান্ট অভিযান ঘোষণার পর গত ১২ ঘণ্টায় ঠাকুরগাঁয়ের উপজেলা ও দুটি থানা এলাকা থেকে ১৫ জন আওয়ামী লীগ নেতাকর্মীকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

ঠাকুরগাঁও পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

ঠাকুরগাঁওয়ে ৪ জন, রুহিয়া থানায় ২ জন, পীরগঞ্জে ২ জন, রাণীংশকৈলে ২ জন ও বালিয়াডাঙ্গী থানায় ৫ জনকে আটক করা হয়েছে।

রোববার আটককৃতদের আদালতে হাজির করে জেলহাজতে পাঠানো হয়েছে।

জানা গেছে, শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর সমন্বয়ে একটি সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় সংশ্লিষ্ট এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে যৌথবাহিনীর সমন্বয়ে ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালনার সিদ্ধান্ত হয়। এরই ধারাবাহিকতায় রাত থেকে সারা দেশে বিশেষ অভিযান পরিচালনা শুরু করে ওই যৌথবাহিনী।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ অভিযানের কথা জানানো হয়।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম