Logo
Logo
×

সারাদেশ

যুগান্তরের রজতজয়ন্তী দুর্গাপুরে ৩ দিনের কর্মসূচি, শীতবস্ত্র বিতরণ

Icon

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ১০:২৫ পিএম

যুগান্তরের রজতজয়ন্তী দুর্গাপুরে ৩ দিনের কর্মসূচি, শীতবস্ত্র বিতরণ

দেশের শীর্ষস্থানীয় পত্রিকা যুগান্তরের রজতজয়ন্তী উদযাপন উপলক্ষে নানা আয়োজনে নেত্রকোনার দুর্গাপুরে তিন দিনের কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এর মধ্যে শিক্ষার্থীদের মাঝে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, শীতবস্ত্র বিতরণ ও সর্বস্তরের অংশগ্রহণে আলোচনা সভা। 

এ উপলক্ষে রোববার বিকালে প্রেস ক্লাব মিলনায়তনে পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ শেষে চন্ডিগড় ইউনিয়নের রাহমানিয়া দারুল উলুম মাদ্রাসার শিশু-শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। 

এ সময় অন্যদের মাঝে প্রেস ক্লাব সভাপতি ও যুগান্তর প্রতিনিধি তোবারক হোসেন খোকন, সুসঙ্গবার্তা পত্রিকার সম্পাদক মো. জামাল তালুকদার, সাংবাদিক ধনেশ পত্রনবীশ, কালিদাস সাহা বাবু, শিক্ষক মাসুদ ফকির, সমাজ সেবক নুরু মিয়া উপস্থিত ছিলেন। আলোচনা শেষে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, যুগান্তরের স্বপ্নদ্রষ্টা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম