আ.লীগের বিরুদ্ধে মিছিল করা নিয়ে বিএনপির দুইপক্ষের হাতাহাতি, আহত ৫

বগুড়া ব্যুরো
প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ১০:০৩ পিএম

বগুড়ার ধুনটে আওয়ামী লীগের বিরুদ্ধে মিছিলের আয়োজন করাকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের হাতাহাতিতে পাঁচজন আহত হয়েছেন।
রোববার সকালে স্থানীয় হুকুম আলী বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনায় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। পরে আহত আপেল মাহমুদ সংবাদ সম্মেলনে এ হামলার কারণ ও দোষীদের নাম প্রকাশ করেন। বিকালে ধুনট থানার ওসি সাইদুল আলম জানান, কেউ থানায় অভিযোগ করেনি। পরিস্থিতি শান্ত আছে।
আহতরা হলেন- বগুড়ার ধুনট উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আপেল মাহমুদ (৫০), তার ছেলে আবির মাহমুদ উৎস (২৭), উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক নূরুন্নবী তালুকদার (৪৫), জাসাস নেতা আলমগীর হোসেন (৪০) ও নূরুন্নবী তালুকদারের স্ত্রী আয়েশা আকতার (২৮)।
পুলিশ ও স্থানীয়রা জানান, ধুনট উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আপেল মাহমুদ রোববার বেলা ১১টার দিকে স্থানীয় হুকুম আলী বাসস্ট্যান্ড এলাকায় হঠাৎ করে আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে লাঠি মিছিলের প্রস্তুতি নেন। কাউকে না জানিয়ে এ কর্মসূচি দেওয়ায় বিএনপি অপর অংশ বাঁধা দেয়। এতে দুইপক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এতে আপেল মাহমুদসহ পাঁচজন আহত হন।
বিএনপি নেতা আপেল মাহমুদ অভিযোগ করেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেফতার দাবি ও তাদের নাশকতার প্রতিবাদে রোববার সকালে হুকুম আলী বাসস্ট্যান্ডে মিছিলের প্রস্তুতি নেওয়া হচ্ছিল। এ সময় পুলিশের উপস্থিতিতে বিএনপি, যুবদল ও ছাত্রদলের ২০-২৫ জন তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে তিনি (আপেল) ও আরও চারজন আহত হয়েছেন। এ সময় কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে। এ ব্যাপারে তিনি আইনের আশ্রয় নেবেন।
এ প্রসঙ্গে ধুনট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল মনছুর পাশা বলেন, দুই পক্ষের হাতাহাতির খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেন। পরে জানতে পারেন, বিএনপি নেতা আপেল মাহমুদ দলের কারো সঙ্গে কোন পরামর্শ না করেই তিনি একক সিদ্ধান্তে লাঠি হাতে মিছিল বের করতে চেয়েছিলেন। এ সময় বিশৃঙ্খলা না করতে দলের নেতাকর্মীরা তাকে অনুরোধ করলে হাতাহাতির ঘটনা ঘটে।
ধুনট থানার ওসি সাইদুল আলম জানান, কাউকে না জানিয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে মিছিল বের করা নিয়ে বিএনপির দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করা হয়েছে। রোববার বিকাল পর্যন্ত কেউ অভিযোগ বা মামলা দেয়নি।