‘অপারেশন ডেভিল হান্ট’— গাজীপুরে আটক ১০৫

গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:০০ পিএম

গাজীপুরে ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে ১০৫ জনকে আটক করা হয়েছে। গাজীপুর জেলা ও মেট্রোপলিটন পুলিশের সংশ্লিষ্ট ১৩টি থানার দায়িত্বশীল পুলিশ কর্মকর্তারা রোববার বিকালে যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন।
কর্মকর্তারা জানান, শনিবার রাত থেকে এ পর্যন্ত যৌথবাহিনী অভিযান চালিয়ে তাদের আটক করে। আটক ব্যক্তিরা সবাই বিভিন্নভাবে ফ্যাসিস্ট সরকারের লোকজন।
জানা গেছে, শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর সমন্বয়ে একটি সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় সংশ্লিষ্ট এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে যৌথবাহিনীর সমন্বয়ে ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালনার সিদ্ধান্ত হয়। এরই ধারাবাহিকতায় রাত থেকে সারা দেশে বিশেষ অভিযান পরিচালনা শুরু করে ওই যৌথবাহিনী।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ অভিযানের কথা জানানো হয়।