Logo
Logo
×

সারাদেশ

মেলান্দহ বিএনপির সভাপতি বাবুল, সম্পাদক মঞ্জুরুল

Icon

জামালপুর প্রতিনিধি

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৫৬ পিএম

মেলান্দহ বিএনপির সভাপতি বাবুল, সম্পাদক মঞ্জুরুল

দীর্ঘ ১০ বছর পর ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় জামালপুরের মেলান্দহ উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে মেলান্দহের উমির উদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব হাবিবউন নবী খান সোহেল।

সম্মেলনে জেলা, উপজেলা, ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ড বিএনপি, ছাত্রদল, যুবদল, মহিলা দলের নেতারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০১৬ সালে মেলান্দহ উপজেলা বিএনপির সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এবারের সম্মেলনে সভাপতি পদে একক প্রার্থী হিসেবে ছিলেন মোস্তাফিজুর রহমান বাবুল। অপরদিকে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনজন প্রার্থী। তারা হলেন- এম রফিকুল ইসলাম রহিম, নূরুল আলম সিদ্দিকী ও মঞ্জুরুল কবির মঞ্জু।

দ্বিতীয় অধিবেশনে নতুন কমিটি ঘোষণার আগে আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। সভাপতি পদে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় সদ্য বিলুপ্ত কমিটির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান বাবুলকে সভাপতি ঘোষণা করা হয়। 

সাধারণ সম্পাদক পদে তিনজন প্রার্থী থাকায় শনিবার রাতে সম্মেলনে উপস্থিত ৭৮১ জন কাউন্সিলরের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে মঞ্জুরুল কবির সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম