Logo
Logo
×

সারাদেশ

২৩ দিন পর আপনালয়ে সেই নীলগাই

Icon

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:১০ পিএম

২৩ দিন পর আপনালয়ে সেই নীলগাই

নাটোরের বাগাতিপাড়া উপজেলার দয়ারামপুর শেখপাড়া থেকে উদ্ধার হওয়া সেই নীলগাইটি গাজীপুরের সাফারি পার্কে পাঠানো হয়েছে। প্রাচীরের দেয়াল টপকে নীলগাইটি সাফারি পার্ক থেকে পালিয়ে যায়। ২৩ দিন পর নিজ ঠিকানায় ফিরল নীলগাইটি।

রোববার ভোরে নীলগাইটি পার্ক কর্তৃপক্ষের কাছে পৌঁছেছে। রাজশাহী বিভাগীয় বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ দপ্তর থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

শনিবার দুপুরের দিকে বাগাতিপাড়ার চাঁদপুর বাজার এলাকায় প্রাণীটিকে ছোটাছুটি করতে দেখে গ্রামের যুবক ধাওয়া করে প্রায় তিন ঘণ্টার প্রচেষ্টায় নীলগাইটি আটক করেন।

পুলিশ জানায়, শনিবার স্থানীয়রা নীলগাইটি আটক করলে প্রাণিসম্পদ দপ্তরের নির্দেশনায় সেখান থেকে উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়। এ খবরে রাজশাহী বিভাগীয় বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ দপ্তরের কর্মকর্তারা এবং চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সদস্যরা বাগতিপাড়া মডেল থানায় যান। পরে পুলিশ ওই রাত ১১টার দিকে নীলগাইটি বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ দপ্তরের কর্মকর্তাদের হাতে হস্তান্তর করে।

এ সময় সেখানে দপ্তরটির সুপারভাইজার সরওয়ার হোসেন খান, বন কর্মকর্তা ইউসুফ আলী, সোহেল রানা এবং চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সভাপতি আখতারুজ্জামান, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

বাগাতিপাড়া মডেল থানার ওসি রফিকুল ইসলাম বলেন, ঊর্ধ্বতনদের নির্দেশনায় বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ দপ্তরের কাছে নীলগাইটি হস্তান্তর করা হয়েছে।

বন্যপ্রাণী পরিদর্শক জাহাঙ্গীর কবির জানান, নীলগাইটিকে তারা থানা হেফাজত থেকে গ্রহণ করে গাজীপুরের সাফারি পার্কে পাঠিয়ে দিয়েছেন। রোববার ভোরে নীলগাইটি সেখানে পৌঁছেছে।

প্রসঙ্গত, ১৬ জানুয়ারি দুপুরের দিকে একটি নীলগাই অপর একটি নীলগাইকে ধাওয়া করছিল। এ সময় দেয়াল টপকে বেরিয়ে যায় পুরুষ নীলগাইটি। এরপর থেকে উপজেলার বিভিন্ন স্থানে মাইকিং করা হয়। উপজেলার জয়নাতলী ও ভালুকা উপজেলার জঙ্গলে নীলগাইটি দেখতে পান স্থানীয় বাসিন্দারা। রোববার সেটি ফিরে এলো নিজ ঠিকানায়।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম