Logo
Logo
×

সারাদেশ

শ্বশুরের বিশেষ অঙ্গ কাটলেন পুত্রবধূ

Icon

হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:৪২ পিএম

শ্বশুরের বিশেষ অঙ্গ কাটলেন পুত্রবধূ

দিনাজপুরের ঘোড়াঘাটে পারিবারিক কলহের জেরে শাহ জামাল প্রামাণিকের (৬৫) বিশেষ অঙ্গ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে পুত্রবধূ ফাতেমা বেগমের (৩০) বিরুদ্ধে। গুরুতর আহত শাহ জামাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

শনিবার (৮ ফেব্রুয়ারি) রাত ৯ টার দিকে উপজেলার ৩ নং সিংড়া ইউনিয়নের বিরাহীমপুর গুচ্ছ গ্রামে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ ওসি নাজমুল হক। এ ঘটনায় অভিযুক্ত ফাতেমাকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদে করেছে পুলিশ। 

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফাতেমা জানান, ১৫ বছর আগে মনির প্রামাণিকের সঙ্গে বিয়ে হয় তার। তখন থেকে বারোপাইকার গড় এলাকায় স্বামীর বাড়িতে ছিলেন তারা। দুই মাস আগে ঋণগ্রস্ত হয়ে বাড়ি বিক্রি করে দেন মনির। পরে তাদের আশ্রয় দেন মনিরের বাবা শাহ জামাল। স্ত্রী সন্তান রেখে অন্য জেলায় কাজ করতেন মনির। 

এদিকে থাকার জায়গা নিয়ে ফাতেমার সঙ্গে মনোমালিন্য হয় শ্বশুর-শাশুড়ির।  ফাতেমাদের বাড়ি থেকে বের হয়ে যাওয়ার কথা বলেন শ্বশুর।  সাত দিন আগে কাজ শেষে বাড়ি ফেরেন মনির। বিষয়টি আরও চরম আকার ধারণ করে। গতকাল শনিবার রাতে ফাতেমাকে গালিগালাজ করেন শ্বশুর। পরে বাড়িতে কেউ না থাকার সুযোগে শ্বশুরকে টেনে শোবার ঘরে নিয়ে অনৈতিক কাজের চেষ্টা করে ফাতেমা। সে সময় আগে থেকে রাখা ব্লেড দিয়ে শ্বশুর শাহজামালের বিশেষ অঙ্গ কেটে দেন তিনি।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আহসান হাবীব বলেন, শনিবার রাত পৌনে ১০ টায় আহত শাহজামালকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। তার বিশেষ অঙ্গের গোড়ার প্রায় চার সেন্টিমিটার অংশ কেটে গেছে। এতে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। আটটি সেলাই দেয়া হয়েছে। তিনি এখন পর্যবেক্ষণে রয়েছেন।  

ঘোড়াঘাট থানার ওসি নাজমুল হক বলেন, শাহজামাল প্রামাণিক নামের এক ব্যক্তির বিশেষ অঙ্গ কেটে দেওয়ার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। আহত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য শাহজামালের পুত্রবধূকে থানায় আনা হয়েছে।  তদন্ত শেষে ব্যবস্থা নেওয়া হবে।  

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম