Logo
Logo
×

সারাদেশ

আ.লীগ নেতা গ্রেফতারে মিষ্টি বিতরণ

Icon

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০২:৫৮ পিএম

আ.লীগ নেতা গ্রেফতারে মিষ্টি বিতরণ

লক্ষীপুরের কমলনগর থেকে আওয়ামী লীগের এক নেতাকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যুক্ত চার শিক্ষার্থীকে হত্যার ঘটনায় দায়ের হওয়া মামলায় শনিবার গভীর রাতে উপজেলার চরলরেন্স থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তির নাম নুরুল করিম। তিনি চরলরেন্স ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাতে গ্রামের বাড়ি থেকে নুরুল করিমকে আটক করা হয়। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগ রয়েছে। লক্ষ্মীপুরে জেলা শহরের চার শিক্ষার্থী হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

এদিকে নুরুল করিমের গ্রেফতারে খুশি এলাকাবাসী। গ্রেফতারের খবরে উপজেলার তোরাবগঞ্জ এলাকায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে স্থানীয়রা। নুরুল করিমের বিরুদ্ধে প্রতারণা, জমি দখল, মারধর, হয়রানিসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। 

স্থানীয় সেলুন দোকানি আরিফ হোসেন বলেন, ‘করিম আমাকে বিদেশ পাঠিয়ে কাজ না দিয়ে প্রতারণা করেছে। ঋণের টাকা এখনও পরিশোধ করতে পারিনি। টাকার চিন্তায় আমি অসুস্থ হয়ে পড়ছি।’ ব্যবসায়ী আব্দুল মান্নান বলেন, ‘নুরুল করিম রাতের অন্ধকারে আমার দোকানঘর ভেঙে দখল করে নেয়। অনেকের কাছেই গেছি। কেউ তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। টাকা দিয়ে তিনি সবাইকে ম্যানেজ করে নিতেন।’

চরলরেন্স ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মো. নুরুল করিম বলেন, ‘মানুষের দোকানপাট দখল করে ট্রলি চালক থেকে কয়েক কোটি টাকার মালিক হয়ে গেছে তিনি। বিদেশে নেওয়ার কথা বলে অনেকে গরীবের থেকে টাকা নিয়েছেন তিনি।’

তবে প্রতারণাসহ বিভিন্ন অভিযোগের বিষয়ে নুরুল করিম সম্প্রতি স্থানীয় সংবাদকর্মীদের কাছে দাবি করেছিলেন, ‘রাজনৈতিক কারণে একটি পক্ষ তার বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে।’

লক্ষ্মীপুর জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সাহাদাত হোসেন টিটো বলেন, ‘করিমকে বৈষম্যবিরোধী আন্দোলনের চার শিক্ষার্থী হত্যার ঘটনার মামলায় গ্রেপ্তার করা হয়েছে। তাকে সদর মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম