Logo
Logo
×

সারাদেশ

দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গল ও কমলগঞ্জে

Icon

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০২:৫৭ পিএম

দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গল ও কমলগঞ্জে

মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও কমলগঞ্জে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। রোববার সকাল ৯টার দিকে এ দুই উপজেলার তাপমাত্রা ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। যা দুই উপজেলায় চলতি বছরের মধ্যে সর্বনিম্ন।

এদিকে শ্রীমঙ্গলে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। এর জেরে গত দুদিন ধরে উপজেলাটিতে তাপমাত্রা কম রয়েছে। এর আগে শনিবার সকালে শ্রীমঙ্গলের তাপমাত্রা রেকর্ড করা ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। চলতি মৌসুমে এ দুদিনেই উপজেলাটিতে সবচেয়ে কম তাপমাত্রা পরিলক্ষিত হয়েছে।

দেশের সর্বনিম্ন তাপমাত্রা থাকলেও রোববার সকালে দেখা মিলেছে সূর্যের। ঝলমলে রোদ উষ্ণতা ছড়িয়েছে। সঙ্গে ছিল কনকনে শীতের বাতাস।  সন্ধ্যা হওয়ার সঙ্গে সঙ্গে ঝেঁকে বসে শীত।

শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমান বলেন, ‘শ্রীমঙ্গলে আজ ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। গতকাল শনিবারও  একই তাপমাত্রা ছিল। সূর্য ওঠার কারণে দিনের বেলা ঠাণ্ডা একটু কম অনুভূত হচ্ছে।’

এ আবহাওয়াবিদ আরও বলেন, ‘মৃদু শৈত্যপ্রবাহ আগামী দুদিন থাকতে পারে। এরপরে তাপমাত্রা ক্রমেই বাড়বে।’

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম