Logo
Logo
×

সারাদেশ

ছাত্র অধিকার পরিষদ

নিখোঁজের ৫৪ ঘণ্টা পর কামরাঙ্গীরচর থেকে উদ্ধার অন্তর

Icon

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০২:৫৪ পিএম

নিখোঁজের ৫৪ ঘণ্টা পর কামরাঙ্গীরচর থেকে উদ্ধার অন্তর

গণঅধিকার পরিষদের ছাত্রসংগঠন ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা রবিউল আউয়াল অন্তরকে (৩০) খুঁজে পাওয়া গেছে। নিখোঁজের ৫৪ ঘণ্টা পর ঢাকার কামরাঙ্গীচর থেকে তাকে উদ্ধার করেছে পুলিশ। রোববার ভোরে অন্তরকে উদ্ধারের পর কলাপাড়ায় নেওয়া হচ্ছে।

অন্তরকে উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন পটুয়াখালী কলাপাড়া থানার ওসি জুয়েল ইসলাম। তবে কামরাঙ্গীচরের কোথা থেকে তাকে উদ্ধার করা হয়েছে তা সম্পর্কে কিছু বলেননি তিনি। ওসি বলেন, ‘বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে আমাদের উর্ধ্বতন কর্মকর্তারা ব্রিফ করবেন।’

অন্তর ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির মুক্তিযোদ্ধা ও স্বাধীনতা বিষয়ক সহসম্পাদক পদে দায়িত্ব পালন করছেন। তার বাড়ি পটুয়াখালীর কলাপাড়ার লোন্দা গ্রামে। পায়রা বন্দর ও তাপ বিদ্যুৎ কেন্দ্রের অনিয়ম নিয়ে দীর্ঘদিন ধরে লড়ে যাচ্ছেন তিনি। দিচ্ছেন প্রতিবাদে নেতৃত্বও।

গত বৃহস্পতিবার রাত থেকে অন্তরের হদিস মিলছিল না। ওই সময় তার পরিবারের জানিয়েছিল, অন্তরকে অপহরণ করা হয়েছে।

সেদিন রাতে পায়রা বন্দরের চার লেন সড়কে একটি মোটরসাইকেল পার্কিং অবস্থায় দেখে থানায় ফোন দেয় নিরাপত্তাকর্মীরা। পরে পুলিশ এসে মোটরসাইকেলটি উদ্ধার করে। মোটরসাইকেলের একটু সামনেই একটি হেলমেটও পাওয়া যায়। থানায় নিয়ে যাওয়ার পর যানটি অন্তরের বলে জানতে পারে পুলিশ। পরে তার পরিবারকে খবর দেওয়া হয়।

 

এ ঘটনায় পুলিশ নিজে বাদী হয়ে কলাপাড়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিল। আর অন্তরের বড় ভাই পায়রা বিদ্যুৎ কেন্দ্রের ছয় কর্মকর্তাকে অভিযুক্ত করে অভিযোগ করেছিলেন।

অন্তরের নিখোঁজের পরদিন থেকে কলাপাড়ায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে আসছে অন্তরের পরিবারের সদস্যসহ এলাকার বাসিন্দারা। সেই ধারাবাহিকতায় রোববারও সমাবেশ করার কথা। তবে এর আগেই ছাত্র অধিকার পরিষদের এ নেতার খোঁজ মিলেছে।

অন্তরকে খুঁজে পাওয়ায় খুশি তার পরিবারের সদস্যরা।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম