Logo
Logo
×

সারাদেশ

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ৪ নেতাকর্মী আটক

Icon

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০২:৫৩ পিএম

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ৪ নেতাকর্মী আটক

খাগড়াছড়ির গুইমারা থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের চার নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। শনিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন— গুইমারার বড়পিলাক গ্রামের বাবুল মিজির ছেলে সোহাগ মিয়া, অহিদ মিয়ার ছেলে মো. সেলিম, মোফাজ্জল হোসেনের ছেলে আব্দুর রহিম ও আব্বাস আলীর ছেলে মো. আজিজুল।

পুলিশ বলছে, আটক চারজনই ছাত্রলীগের সঙ্গে সক্রিয়ভাবে জড়িত। এর মধ্যে সোহাগ বড়পিলাক ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি। তাদের বিরুদ্ধে জেলার গুইমারা থানায় মামলা রয়েছে।

গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক চৌধুরী বলেন, ‘সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই তাদের আটক করা হয়েছে। তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।’

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম