Logo
Logo
×

সারাদেশ

অপারেশন ডেভিল হান্ট

গাজীপুরে আ.লীগের ৮২ নেতাকর্মী আটক

Icon

গাজীপুর দক্ষিণ প্রতিনিধি

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ১২:২৮ পিএম

গাজীপুরে আ.লীগের ৮২ নেতাকর্মী আটক

সারাদেশে বিশেষ অভিযান পরিচালনা করছে যৌথ বাহিনী। শনিবার থেকে শুরু হওয়া ‘অপারেশন ডেভিল হান্ট’র আওতায় গাজীপুরেও পরিচালিত হয়েছে অভিযান। জেলার পাঁচ থানায় অভিযান চালিয়ে ৪০ জনকে আটক করা হয়েছে। আর মহানগরীর আট থানায় অভিযান চালিয়ে আটক করা হয়েছে ৪২ জনকে।

আটক সবাই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত বলে জানিয়েছে পুলিশ। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।

রোববার সকালে সাড়ে ৯টার দিকে গাজীপুরের পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘জেলার বিভিন্ন থানা এলাকায় অভিযান চলমান রয়েছে।’

তিনি জানান, গতকাল থেকে শুরু হওয়া অপারেশন ডেভিল হান্টে এখন পর্যন্ত (রোববার সকাল ৯টা) ৪০ জনকে আটক করা হয়েছে।

এদিকে মহানগরীতে অপারেশ ডেভিল হান্ট পরিচালনা করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ, বাংলাদেশ সেনাবাহিনী, র‌্যাবসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মহানগরীর আট থানায় মোট ৪২জনকে আটক করা হয়েছে। এর মধ্যে পূবাইল ও কোনাবাড়ি থানায় দুজন করে, বাসন ও টঙ্গী পূর্ব থানায় ৭ জন করে, মেট্রো সদর থানায় ১৬ জন, গাছা থানায় পাঁচজন ও কাশিমপুর থানা এলাকা থেকে তিনজনকে আটক করা হয়েছে।

গাজীপুর মেট্রোপলিটনের অতিরিক্ত পুলিশ কমিশন মো. জাহিদুল হাসান বলেন, ‘অভিযান চলমান রয়েছে।’

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম