Logo
Logo
×

সারাদেশ

কেন্দুয়ায় এক কৃষকের ৫ গরু চুরি

Icon

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০৮ পিএম

কেন্দুয়ায় এক কৃষকের ৫ গরু চুরি

নেত্রকোনার কেন্দুয়ায় এক কৃষকের পাঁচটি গরু চুরি হয়ে গেছে। গৃহপালিত এসব প্রাণির আনুমানিক বাজারমূল্য পাঁচ লাখ টাকা বলে দাবি করছেন ওই কৃষক। উপজেলার গড়াডোবা ইউনিয়নের ডুমদি গ্রামে শনিবার গভীর রাতে এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত ওই কৃষকের নাম মো. শাহ আলম। ডুমদি গ্রামের বাসিন্দা এ কৃষক জানান, শনিবার রাতে চোরেরা গোয়াল ঘরের তালা ভেঙে গরুগুলো নিয়ে যায়। চুরি হওয়া গরুগুলোর মধ্যে একটি ফ্রিজিয়ান জাতের গাভী ও তার বাছুর, একটি লাল দেশীয় গাভী ও তার বাছুর এবং একটি সাদা বকনা বাছুর ছিল। এ চুরির ঘটনায় নিঃস্ব হয়ে পড়েছেন তিনি।

শাহ আলমের স্ত্রী রত্না আক্তার জানান, তার স্বামী সাধারণত গোয়াল ঘরেই রাত্রিযাপন করেন। তবে শনিবার তিনি বাড়িতে ঘুমান। ফজরের নামাজের সময় ঘুম থেকে উঠে তারা দেখতে পান, গোয়াল ঘরের দরজা খোলা। পরে ভেতরে গিয়ে গরু পাননি তিনি।

স্থানীয় বাসিন্দা আব্দুল মান্নান বলেন, শাহ আলমের মতো অনেক কৃষকই সাম্প্রতিক সময়ে গরু চুরির শিকার হচ্ছেন। কিন্তু কার্যকর পদক্ষেপ নিচ্ছে না পুলিশ। এর জেরে চুরির সংখ্যা বেড়েই চলেছে।

কেন্দুয়া উপজেলায় সাম্প্রতিক সময়ে গরু চুরির ঘটনা বেড়ে যাওয়ায় সাধারণ মানুষ উদ্বিগ্ন। পুলিশের নিষ্ক্রিয়তায় স্থানীয়দের মাঝে ক্ষোভ বাড়ছে। ভুক্তভোগীরা দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া দাবি জানিয়েছেন।

এ বিষয়ে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ‘গরু চুরির ঘটনা বন্ধে আমরা বদ্ধপরিকর। অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম