Logo
Logo
×

সারাদেশ

বাগাতিপাড়ায় বিলুপ্ত নীলগাই উদ্ধার

Icon

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:০৮ পিএম

বাগাতিপাড়ায় বিলুপ্ত নীলগাই উদ্ধার

বাগাতিপাড়া থেকে বিলুপ্তপ্রায় প্রাণী নীলগাই উদ্ধার করেছেন এলাবাবাসী।

শনিবার উপজেলার দয়ারামপুর এলাকার শেখ পাড়া থেকে প্রাণীটি উদ্ধার করা হয়। উদ্ধার করা প্রাণীটি নীলগাই বলে নিশ্চিত করেছেন প্রাণী সম্পদ বিভাগ। 

স্থানীয়রা জানান, দুপুরের দিকে উপজেলার চাঁদপুর বাজার এলাকায় প্রাণীটিকে ছোটাছুটি করতে দেখে গ্রামের যুবকরা ধাওয়া দিয়ে দীর্ঘ প্রচেষ্টার পর আটক করেন। 

পরে তারা ইউএনও, বাগাতিপাড়া মডেল থানায় ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তাকে খবর দেন। উদ্ধারকারীদের মধ্যে স্থানীয় যুবক শহীদ মোল্লা জানান, দুপুর ১২টার দিকে প্রাণীটিকে তারা দেখতে পান। প্রথমে ভিন্ন জাতের গরু ভেবেছিলেন। তিনিসহ বেশ কয়েকজন যুবক ধাওয়া দিয়ে কয়েক ঘণ্টার চেষ্টায় দয়ারামপুরের শেখপাড়ায় গিয়ে প্রাণীটি ধরতে পারেন। আটকের পর প্রাণীটিকে বেঁধে মাথায় পানি দেন।

এ বিষয়ে এসআই দুলাল জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে প্রাণীটিকে জনতার হাত থেকে উদ্ধার করেন। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হা-মীম তাবাসসুম প্রভা জানান, প্রাণীটিকে উদ্ধার করে প্রাণিসম্পদ দপ্তরের মাধ্যমে থানা হেফাজতে নেওয়া হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবু হায়দার জানান, এটি বিলুপ্তপ্রায় নীলগাই। নীলগাই পার্বত্য অঞ্চলে কিছু রয়েছে। সম্ভবত দলছুট হয়ে পথ ভুলে করে এ অঞ্চলের লোকালয়ে প্রাণীটি চলে এসেছে।

চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জানান, দেশের সীমান্তবর্তী এলাকায় একসময় অবাধ বিচরণ ছিল নীলগাইয়ের। বন্যপ্রাণী শিকারী ও অসচেতনতায় দিনদিন এই প্রাণীটি বিলুপ্তি ঘটেছে। এ অঞ্চলে এই প্রথম নীলগাই উদ্ধারের ঘটনা। বিরল এই প্রাণীটিকে সংরক্ষণে সকলের সহযোগিতা দরকার। 

রাজশাহী বিভাগীয় বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ দপ্তরের বন্যপ্রাণী পরিদর্শক জাহাঙ্গীর কবির জানান, উদ্ধার হওয়া নীলগাইটিকে ঊর্ধ্বতনদের সঙ্গে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম