Logo
Logo
×

সারাদেশ

আ.লীগের মূল শত্রু হচ্ছে ‘বড় আপা’: তাহের

Icon

শরীয়তপুর প্রতিনিধি

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৩০ পিএম

আ.লীগের মূল শত্রু  হচ্ছে ‘বড় আপা’: তাহের

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ও সাবেক এমপি ডা. সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের বলেছেন, আওয়ামী লীগের কারণে বাংলাদেশের মানুষ ভারতকে পছন্দ করে না। ভারতের মূল রাজনীতি অন্য দেশের সঙ্গে খোঁচাখুঁচি করা। আর আওয়ামী লীগের মূল শত্রু  হচ্ছে ‘বড় আপা’ (শেখ হাসিনা)। তিনি ভারতে পালিয়ে গিয়ে নেতাকর্মীদের বিপদে ফেলে গেছেন। 

তিনি বলেন, সব রাজনৈতিক দলকে জাতীয় ঐক্যের মধ্য দিয়ে দেশকে এগিয়ে নিতে হবে। আমরা যেন আর দলীয় স্বার্থে অন্ধ না হই। কেউ যেন ভারতীয় সহানুভূতি পাওয়ার চেষ্টা না করি। বাংলাদেশ আর কোন পরাশক্তির কাছে মাথা নত করবে না।

শনিবার দুপুরে শরীয়তপুর পৌরসভা মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

জামায়াত নেতা বলেন, আগামী নির্বাচন সুষ্ঠু হতে হবে। কেউ নির্বাচনে বাধা হলে তাকে বিচারের মুখোমুখি করতে হবে। জামায়াত নির্বাচিত হলে সব মানুষের জন্য ন্যায় বিচার ও অধিকার নিশ্চিত করা হবে। 

তিনি বলেন, দেশের মানুষ অনেক রাজনৈতিক মতবাদ ও দফার শাসন দেখেছেন, সোনার বাংলা ,সবুজ বাংলা ও নতুন বাংলার স্লোগান শুনেছেন। কিন্তু কোনো স্লোগানই বাংলার মানুষকে মুক্তি দিতে পারেনি। যদি মুক্তি দিতে পারতো  চালের কেজি ৭০ টাকা হতো না। জামায়াত ক্ষমতায় গেলে জান্নাতি পরিবেশ সৃষ্টি করবো। আগামী নির্বাচন জামায়াতের জন্য ৫ আগস্টে আল্লাহ পাকের রহমতের  মতো আর একটি রহমত হতে পারে। 

বাংলাদেশ জামায়াতে ইসলামী শরীয়তপুর জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মুহা. আবদুর রব হাসেমীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য সাইফুল আলম খান মিলন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মুহাম্মদ দেলোয়ার হোসাইন, সাবেক জেলা আমীর মাওলানা খলিলুর রহমান, মুহাম্মদ আজহারুল ইসলাম, ডা. মাহমুদ হোসেন, ডা. মোশারফ হোসেন মাসুদ, কেন্দ্রীয় মজলিসে সুরার সদস্য ও জেলা নায়েবে আমির কেএম মকবুল হোসাইন, জেলা সেক্রেটারি মাওলানা মাসুদুর রহমান।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম