Logo
Logo
×

সারাদেশ

কবিরহাটে গণপিটুনিতে একজনের মৃত্যু

Icon

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:১৪ পিএম

কবিরহাটে গণপিটুনিতে একজনের মৃত্যু

নোয়াখালীর কবিরহাটে স্থানীয়দের গণপিটুতে জহির উদ্দিন বেচু (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার সুন্দলপুর ইউনিয়নের ছবির পাইক গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়দের দাবি, রাতের আধাঁরে একটি দোকানে চুরি করার সময় বেচুকে ধরে গণপিটুনি দেওয়া হয়।

নিহত বেচু সুন্দলপুর ইউনিয়নের ৯ নাম্বার ওয়ার্ডের উত্তর লামছি গ্রামের বাসিন্দা। তিনি চুরি করতেন বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, শুক্রবার রাতে ছবির পাইক গ্রামের মসজিদের তালা ভাঙতে চেষ্টা করে চোর। বিষয়টি টের পেয়ে মসজিদের ইমাম সজাগ হলে চোর সেখান থেকে পালিয়ে যায়। পরে মসজিদ পার্শ্ববর্তী একটি দোকানে চুরির চেষ্টা করে ওই চোর। মোবাইলে ফোনের মাধ্যমে বিষয়টি স্থানীয়দের জানান তিনি।

খবর পেয়ে ওই দোকানের কাছে স্থানীয়রা এলে চোর বিষয়টি বুঝতে পেরে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। একপর্যায়ে তিনি মাটিতে পড়ে যায়। এ সময় স্থানীয়রা তাকে গণপিটুনি দিলে গুরুত্বর আহত হন বেচু। সকালে আহত অবস্থায় তাকে হাসপাতাল নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এ বিষয়ে নিহত জহির উদ্দিন বেচুর এলাকার ইউপি সদস্য হানিফ বলেন, ‘ছেলেটি ছোটখাট চুরি করে। তবে বড় ধরণের কোনো চুরি করে না। তার কিছুটা মানসিক সমস্যাও ছিল।’

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মিয়া বলেন, ‘ছোটখাটো চুরির ঘটনায় এভাবে কাউকে হত্যা করা আইনত অপরাধ। ঘটনার তদন্ত চলছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম