
প্রিন্ট: ১৭ এপ্রিল ২০২৫, ০৩:১৪ পিএম
৫০০ টাকার জন্য ভাইকে খুনের ঘটনায় গ্রেফতার ভাই

ব্রাহ্মণবাড়িয়া ও কসবা প্রতিনিধি
প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:০৭ পিএম

আরও পড়ুন
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় ৫০০ টাকা নিয়ে ফুফাতো ভাইয়ের হাতে খুন হন ইসরাফিল মিয়া (১৮)। ঘটনার পরপরই পালিয়ে যায় হত্যাকারী। অবশেষে পুলিশ ও র্যাবের যৌথ অভিযানে ধরা পড়ল ওই ফুফাতো ভাই। শুক্রবার রাতে চট্টগ্রামের খুলশী থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেফতারকৃত ওই ব্যক্তির নাম বাবু প্রকাশ হাসান। আর পেশায় ব্যাটারচালিত
অটোরিকশা চালক ইসরাফিল কসবা উপজেলার মেহারী ইউনিয়নের খেওড়া গ্রামের বাসিন্দা মিন্টু
মিয়ার ছেলে।
গত ১৫ জানুয়ারি কসবার মেহারী ইউনিয়নের খেওড়া পূর্বপাড়া এলাকায় হত্যাকাণ্ডের
ঘটনাটি ঘটে।
কসবা থানার উপপরিদর্শক (এসআই) মো. হাসান জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায়
আসামির অবস্থান শনাক্ত করে র্যাবের সহযোগিতায় শুক্রবার চট্টগ্রামের খুলশী থানা এলাকা
থেকে অভিযুক্ত বাবুকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার দায় স্বীকার করেছে
বাবু।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত ইসরাফিল ও বাবু মামাতো-ফুফাতো ভাই। তারা একসঙ্গে মেলায় একটি রিং খেলার দোকান চালাতেন। ওই দোকানের লেনদেনের অংশ হিসেবে বাবুর কাছে ৫০০ টাকা পায় ইসরাফিল। গত ১৫ জানুয়ারি সন্ধ্যায় পাওনা টাকা চাওয়া নিয়ে তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়।
পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ইসরাফিল তার বাবা মিন্টু মিয়াকে সঙ্গে নিয়ে বাবুদের বাড়িতে যান বিষয়টি মীমাংসার জন্য। সেখানেও হয় বাগবিতণ্ডা। একপর্যায়ে বাবু লাঠি দিয়ে ইসরাফিলের বুকে ও মাথায় আঘাত করে। এতে গুরুতর আহত হন তিনি। তাকে উদ্ধার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার পরদিন থানায় একটি হত্যা মামলা হয়।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল কাদের বলেন, ‘ঘটনার পর থেকেই আসামি পলাতক ছিল। প্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে তাকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার দায় স্বীকার করেছেন।’