Logo
Logo
×

সারাদেশ

তিস্তা পাড়ের মানুষের দুঃখ শুনতে কাউনিয়ায় আসছেন দুই উপদেষ্টা

Icon

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:৪৬ পিএম

তিস্তা পাড়ের মানুষের দুঃখ শুনতে কাউনিয়ায় আসছেন দুই উপদেষ্টা

তিস্তা নদী, এক দুঃখের নাম। ভারতীয় বাঁধের জেরে শুষ্ক মৌসুমে এ নদীতে থাকে না পানি। আর বর্ষায় থাকে মাত্রাতিরক্ত পানি। এতে করে দেখা দেয় বন্যার। পাশাপাশি ভাঙন তো রয়েছে। তিস্তা পাড়ের মানুষদের দুঃখ ও দুর্দশার কথা শুনতে রংপুরের কাউনিয়ায় আসছেন অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা। আগামীকাল (রোববার) সেখানে যাবেন তারা।

যে দুই উপদেষ্টা কাউনিয়ায় যাবেন তারা হলেন, বন, পরিবেশে ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

জানা গেছে, উড়োজাহাজযোগে সৈয়দপুর বিমানবন্দরে আসবেন তারা। এরপর যাবে পীরগঞ্জে। সেখান থেকে সড়কপথে কাউনিয়া যাবেন তারা। প্রশাসন থেকে আয়োজিত গণ শুনানিতে অংশ নেবেন তারা। শুনবেন তিস্তা পাড়ের বাসিন্দাদের দুঃখ-দুর্দশার কথা।

দীর্ঘদিন ধরে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি করে আসছে স্থানীয়রা। বিভিন্ন কর্মসূচি পালন করলেও কোনো লাভ হয়নি। ফলে এ অঞ্চলের মানুষের প্রাণ তিস্তা শুকিয়ে বালুচরে পরিণত হয়েছে। বহুরূপী তিস্তায় স্থানীয়রা হয়ে পড়ছেন নিঃস্ব।

সবশেষ বিএনপি কেন্দ্রীয় কমিটির সাংগাঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) অধ্যক্ষ আসাদুল হাবীব দুলু তিস্তা বাঁচাও এবং মেগা প্রকল্প বাস্তবায়নের দাবিতে দুদিনের কর্মসূচি ঘোষণা করেছে। আগামী ১৭ ও ১৮ ফেব্রুয়ারি এ কর্মসূচি অনুষ্ঠিত হবে।

কাউনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিদুল হক বলেন, ‘গণ শুনানিতে অংশ নিতে দুজন উপদেষ্টা আসবেন। গণ শুনানির জন্য তিস্তা তীর রক্ষা বাঁধের ওপর মঞ্চ নির্মাণ করা হয়েছে।’

এ গণ শুনানিতে জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেনও উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন তিনি।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম