ডাকাতকে আটক করে পুলিশে দিল জনতা
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
যুগান্তর প্রতিবেদন, ঢাকা উত্তর
প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০২:১৩ পিএম
![ডাকাতকে আটক করে পুলিশে দিল জনতা](https://cdn.jugantor.com/assets/news_photos/2025/02/08/SAVAR-67a712206fa22.jpg)
সাভারের হেমায়েতপুরে এক ডাকাতকে আটক করে গণপিটুনি দিয়েছে স্থানীয়রা। পরে ওই ডাকাতকে পুলিশে দেয় তারা। শনিবার ভোর রাতে হেমায়েতপুরের চলন্তিকা হাউজিং এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশে দেওয়া ওই ডাকাতের নাম শাহিনুর।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোর ৫টার দিকে চলন্তিকা হাউজিংয়ে ঋষিপাড়া
এলাকায় নজরুল নামের এক পোশাক শ্রমিক বাড়ির বাইরে বের হন। এ সময় অস্ত্রধারী পাঁচ ডাকাত
তাকে আটক করে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় নজরুলের চিৎকারে
ছুটে আসে স্থানীয়রা। পরে পালিয়ে যাওয়ার চেষ্টা করে ডাকাতেরা। এ সময় এক ডাকাতকে আটক
করে তারা। অন্যরা পালিয়ে পার্শ্ববর্তী পুকুরে ঝাঁপ দেয়।
কচুরিপানায় পূর্ণ সেই পুকুরে ডাকাতদের সন্ধানে তল্লাশি চালাচ্ছে স্থানীয়রা।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত পুকুরে তল্লাশি চালিয়ে কাউকে পাওয়া যায়নি।